সাম্প্রতিক খবর

অগাস্ট ৯, ২০২১

আমি বিশ্বাস করি সব ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র নির্দেশে হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আমি বিশ্বাস করি সব ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র নির্দেশে হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় আহত তৃণমূল নেতানেত্রীদের দেখতে সোমবার সকালে এসএমকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট ১৫ পর উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়:

সুদীপ রাহা প্রেসিডেন্সি কলেজ ও জয়া দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। দেবাংশুরা সমেত ওরা ত্রিপুরা গেছিল, ওদের মারধোর করা হয়েছে, পাথর ছোঁড়া হয়েছে, গুলি চালানো হয়েছে। ওদের গাড়ি ভেঙে মাথা ফাতিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে আশ্চর্য পুলিশের সামনে দাঁড় করিয়ে মেরেছে আর মারার পর ৩৬ ঘ কোন চিকিৎসা হয়নি কোন জল দেওয়া হয়নি। ওরা মেরে ওরাই গ্রেফতার করে নিয়ে গেছিল।

আমাদের নেতৃত্বরা থানায় যখন ছিল তখন তাদেরকেও পর্যন্ত এক গ্লাস জল দেয়নি এমনকি সাংবাদিকদেরও না।

বিজেপি একটা দানবীয় দল, সব জায়গায় দানবীয় রাজনীতি চালাচ্ছে। যে কোন রাজ্যেই, আসামে আমাদের সাংসদদের বিমানবন্দরে আটকেছে, উত্তরপ্রদেশের হাথরাসে আআমদের ঢুকতে দেওয়া হয়নি

ত্রিপুরায় অভিষেকের গাড়ি ও ভাঙচুর করা হয়েছে, ওদের প্রশাসন থেকে একটা বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল, যেভাবে ইট ছোঁড়া হয়েছে, বুলেট প্রুফ গাড়ি না থাকলে ওর ও মাথাও ভেঙে যেতে পারত

সব ঘটনাই পুলিশের সামনে হয়েছ, আমি বিশ্বাস করি এটা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ র নির্দেশে হয়েছে। তা নাহলে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস হতে পারে না।

এমনকি অনেক জায়গায় বলা হয়েছে যাতে এদের প্লেন হেলিকপ্টার ভাড়া না দেওয়া হয়, নানারকম প্ল্যান করছে। এমনকি অভিষেক প্লেনে গেলে ওর পাশের ৫ টা সিট বুক করে গুন্ডা বসিয়ে দেওয়া হচ্ছে

যেভাবে ছাত্র নেতাদের আক্রমণ করা হয়েছে আমার মনে হয় ছাত্রদের উচিত এর প্রতিবাদ করা

এই অত্যচারের আমি তীব্র নিন্দা করছি। কোর্ট বেল দেওয়ার পর আবার কেস দিয়েছে

যারা অত্যাচার করল তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হল না, এরাই আবার বাংলায় এসে ঘুরে বেড়াচ্ছে, কুৎসা করছে, ফেক ভিডিও ছড়াচ্ছে

শুধু বাইরে থেকে না ওরা বিদেশ থেকেও লোক এনেছিল নির্বাচনের সময়

ত্রিপুরাকেও বাংলা অনেক সাহায্য করে, বাংলা ত্রিপুরা আসাম সব পাশাপাশি। আমরা ত্রিপুরাকেও ভালবাসি

বিজেপি নিজের রাজ্যে সেবা দিতে পারে না অন্য রাজ্যে এসে ভাষণ দেয়

ত্রিপুরার মানুষের, সাংবাদিকদের কারো কথা বলার সাহস নেই

ত্রিপুরার মানুষকে বলব এই অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠুন, আগামী দিন আমরা ত্রিপুরা জয় করব