জুন ২৬, ২০১৯
প্রবীণদের জন্য রাজ্য সরকারের স্নেহদিয়া

প্রবীণদের জন্য আবারও খুশীর খবর নিয়ে এল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গতকাল স্বপ্নভোরের বিপরীতে উদ্বোধন হল স্নেহদিয়ার। সরকারের এই নতুন উদ্যোগের ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘বয়স ভুলে বাঁচুন, বাড়ির আরামে থাকুন’।
এই আবাসে রয়েছে প্রবীণদের মন ভালো রাখার সবরকম সুযোগ। এখানকার মনোরম পরিবেশে সকলে পাবেন নিজের পরিবারের মত থাকার সুবিধা। পেশাদারদের পরিচালনায় এখানে জীবনের দ্বিতীয় ইনিংস খুশীতে কাটানোর জন্য থাকছে অনবদ্য সুযোগ।
যেসব সুবিধা এখানকার আবাসিকরা পাবেন, সেগুলি হল, শীতাতপ নিয়ন্ত্রিত সার্ভিস রুম, ফিজিওথেরাপি সেন্টার সঙ্গে হাইড্রোথেরাপি, যোগা এবং জিম। হাউসকিপিং ও লণ্ড্রী পরিষেবা। এই আবাসে থাকছে এ.সি. সার্ভিস অ্যাপার্টমেন্ট। থাকছে চওড়া বারান্দা, বড় ব্যালকনি, খোলামেলা কমন স্পেস।
নিয়মিত মেডিক্যাল চেকআপের ও জরুরী সহায়তার ব্যবস্থাও থাকছে এখানে। বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর রেখে থাকবে প্রতিদিন পুষ্টিকর খাবার। আবাসের মধ্যে থাকছে ইউটিলিটি ও ওষুধের দোকান। এছাড়া, অতিথিদের জন্য থাকছে অতিথিশালা এবং গাড়ি পার্কিংএর সুবিধা। থাকছে নিরাপত্তার সুবন্দোবস্ত। সমস্ত কমন এরিয়া থাকবে সিসিটিভির নজরদারিতে।