সাম্প্রতিক খবর

মে ২৪, ২০১৮

সিঙ্গুরে সোনার ফসল

সিঙ্গুরে সোনার ফসল

সিঙ্গুরের মাটি যে চারফসলি, তা প্রমাণ করেছেন কৃষকরাই। সিঙ্গুরের জমির উর্বরতা নিয়ে প্রশ্ন উঠেছিল কয়েকদিন আগেই। জমি ফেরত পাওয়ার পর একই মরশুমে পরপর চাষ করেছেন কৃষকরা। বোরো ধানের রেকর্ড ফলন হয়েছে।

আগের বর্ষার মরশুমে আমন ধানের চাষ করে ভাল ফলন হয়েছিল সিঙ্গুরে। আমন ধানের পর একই মাটিতে বোরো ধানও চাষ করা হয়। রেকর্ড মাত্রায় স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি পরিমাণে হয়েছিল বোরো ধানের ফলন। আলুতেও ফলন মিলেছে স্বাভাবিকের থেকে বেশ অনেকটাই বেশি।

শুধু ধান, আলু নয়, একইসঙ্গে চাষ হয়েছে ডাল, ভুট্টা, তিল, সরষে–সহ নানা সবজির। বর্তমানে সিঙ্গুরে চোখে পড়বে বিস্তীর্ণ জমিতে বোরো ধানের চাষ। তবে এখন বোরো ধান কেটে ঘরে তোলার সময় চলে এসেছে। বেশ কিছু জমিতে ইতিমধ্যেই ধান কাটার কাজও শুরু হয়েছে। সামনেই বর্ষাকাল। তখন শুরু হবে আমন ধানের চাষ। বোরো ঘরে তোলার পাশাপাশি শুরু হয়েছে আমন চাষের প্রস্তুতিও।

সিঙ্গুরের কৃষকরা আশাবাদী, এই মরশুমেও এমন চাষে রেকর্ড মাত্রায় ফলন পাবেন। জমির উর্বরতা নিয়ে কোনও প্রশ্ন নেই, ফসলের ভাল ফলন অবসম্ভাবী।