November 10, 2017
Foreign tourist arrivals: Bengal improves ranking among States

Bengal has improved its position in the ranking of states for the number of foreign tourist arrivals. From being number six, according to Central Government data, the state has now climbed to number five.
Despite the 104-day unrest in the Hills, tourists have arrived in droves in places like the Sunderbans, Santiniketan, Digha, Mandarmani among others and also to attend events like the Durga Puja Immersion Carnival and FIFA Under-17 World Cup.
Ever since coming to power, Chief Minister Mamata Banerjee has taken numerous decisions to improve the tourism infrastructure – from opening new resorts to starting homestay tourism to setting up new circuits, and various other initiatives, the state of tourism in Bengal is one of the best in India.
Source: Bartaman
রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গ উঠে এল পঞ্চমে
কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল ষষ্ঠ স্থানে। এবার বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে উঠে এসেছে।
পাহাড়ে ১০৪ দিনের বেশি অচলাবস্থা থাকলেও সুন্দরবন, শান্তিনিকেতন, দীঘা-মন্দারমণি, পুজো কার্নিভাল, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আসর বিদেশি পর্যটকদের এ রাজ্যে টেনে এনেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে পর্যটন শিল্পকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন নতুন পর্যটন ক্ষেত্র খুঁজে বের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সরকারি ট্যুরিস্ট লজকে আরও পারদর্শিতার সঙ্গে চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লজগুলির পরিষেবার মান বাড়ানোর জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে ট্যুরিস্ট লজগুলির আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আর সে কারণেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ওই ট্যুরিস্ট লজ।
এই কারণেই রাজ্যে পর্যটকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, শান্তিনিকেতন, ডুয়ার্সে পর্যটকরা এসে ভিড় করছেন। ফলস্বরূপ গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নবম থেকে অষ্টম স্থানে এসে পৌঁছেছে। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের রাজস্ব আয়ও বেড়েছে। পর্যটকদের জন্য আরও পরিষেবা বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার।