মে ৩১, ২০১৮
পাহাড়ে ঢালাও বরাদ্দ মুখ্যমন্ত্রীর

পাহাড়ের উন্নয়নের বিভিন্ন খাতে টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের মৌলিক পরিষেবাগুলির উপরেই আপাতত বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই পরিষেবাগুলি হল – পানীয় জল. বিদ্যুৎ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং নিকাশির উন্নতি। পরিকাঠামো ছাড়া পাহাড়ের পর্যটন, আইটি পার্ক ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। পর্যটনের কাজ দ্রুত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উন্নয়নে বরাদ্দ:
এদিনের বৈঠকে ঠিক হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে মিরিকে লেক সংস্কার ও চারপাশের রাস্তা তৈরী হবে। লেকের সামনে হবে পার্ক।
কালিম্পঙে পানীয় জলের লাইন পাতার জন্য ১৯৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে।
জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর তিস্তা থেকে জল তুলে শহরে বিতরণ করবে, এই কাজে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় হবে।
ক্ষুদ্র শিল্প দপ্তর কালিম্পঙের জনজাতিদের জন্য ‘ফোক আর্ট সেন্টার’ তৈরী করবে।
কালিম্পঙে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারও তৈরী হবে।
দার্জিলিঙে ৬টি এবং কালিম্পঙে নতুন ৩টি থানা তৈরী করা হবে।
সৌজন্যে: এই সময়