August 24, 2017
Dos and don’ts during floods

The Bengal Government has issued a set of rules for people who have been affected by spate of floods across the state. Listed below are the rules:
Dos:
Take shelter on elevated land, safe from the water.
Keep batter-run radios at hand to get information on flood-related issues, conveyed regularly by the State Government.
In case of warning of adverse circumstances, keep aside dry food, water and fuel.
Wrap medicines, water-purifying tablets, torch, safety matches, hurricane lamps and important documents in plastic wrapping and keep handy.
Don’ts:
Don’t eat stale food.
Don’t drink water from wells and ponds without boiling.
Don’t pay heed to, or spread, rumours.
Don’t use any electrical equipment.
Don’t keep doors and windows open.
বন্যায় কি করণীয় ও কি করণীয় নয় নির্দেশিকা
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু নির্দেশিকা চালু করেছে রাজ্য সরকার।
কি করবেনঃ
সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিন।
ব্যাটারিচালিত রেডিও ব্যবহার করুন।
দুর্যোগবার্তা শুনলে শুকনো খাবার, জল ও জ্বালানির আয়োজন করে নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন।
ওষুধপত্র, জল পরিশোধনকারী ট্যাবলেট, টর্চ, দেশলাই, হ্যারিকেন, মূল্যবান কাগজপত্র প্লাস্টিকে মুড়ে হাতের কাছে রাখুন।
কি করবেন নাঃ
বাসি খাবার খাবেন না।
কুয়ো বা পুকুরের জল না ফুটিয়ে খাবেন না।
গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না।
কোন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না।
জানালা দরজা খোলা রাখবেন না।