মার্চ ৪, ২০১৯
কলকাতা ও জেলায় সুফল বাংলার পাঁচ স্থায়ী স্টল চালু

কলকাতা সহ কয়েকটি জেলায় সুফল বাংলার পাঁচটি স্থায়ী স্টল বা দোকান চালু হল। এর মধ্যে তিনটি স্টল কলকাতার বিভিন্ন প্রান্তে। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তর দিনাজপুরের ইটাহারে স্টল চালু করল কৃষি বিপণন দপ্তর।
সুফল বাংলার স্টলগুলিতে সব্জী, ফল, চাল, ডাল সহ নানা ধরনের খাদ্যসামগ্রী বিক্রী করা হয়। এদিনের পাঁচটি নিয়ে মোট স্টলের সংখ্যা হল ১১২টি। এর মধ্যে ৩৮টি স্থায়ী স্থল। এছাড়া ৭৪টি জায়গায় রাস্তায় সুফল বাংলার গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে সামগ্রী বিক্রী করা হয়।
কৃষি বিপণনমন্ত্রী বলেন, রাজ্যের লক্ষ্য ২০১৯ সালের মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অন্তত ২০০টি সুফল বাংলার স্টল খোলা। কৃষি বিপণনমন্ত্রী এদিন পূর্ব কলকাতার কাঁকুড়গাছি, দক্ষিণ কলকাতার চারু মার্কেট ও নিউ আলিপুর এবং কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কলকাতায় এর আগে বালিগঞ্জ, বেলগাছিয়া, টালিগঞ্জ, নিউ আলিপুর, সন্তোষপুর এলাকায় স্থায়ী স্টল চালু হয়েছে। সল্টলেক, নিউটাউন, লেকটাউন এলাকাতেও সুফল বাংলার একাধিক স্টল আছে। বাকি জেলাগুলিতে স্টল করার উপর বিশেষ জোর দিচ্ছে দপ্তর।
২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রীর জন্য সুফল বাংলার স্টল চালু করার উদ্যোগ নেওয়া হয়। এটা করার পিছনে দুটি উদ্দেশ্য ছিল। একটি হল সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। পাশাপাশি কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, তার ব্যবস্থা করা।
সুফল বাংলার কোন পণ্য কী দামে বিক্রী হবে, তা কৃষি বিপণন দপ্তর ঠিক করে দেয়। প্রতিদিন বিকেলে তার পরের দিনের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি হয়। দাম নির্ধারণের ব্যাপারে স্বচ্ছতা রাখা হয়। বিক্রয় মূল্যের সঙ্গে তা কী দামে কেনা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গ কৃষি বিপণন কর্পোরেশনের ডেপুটি ডিরেক্টর বলেন, সব্জী, ফল, চাল, গম, ডাল, মশলা, ভোজ্য তেল, মাছ, মাংস, দুগ্ধজাত সামগ্রী সুফল বাংলার স্টলে পাওয়া যায়। পণ্যের চাহিদা অনু্যায়ী ও তার সরবরাহ করার সুবিধার ভিত্তিতে কোন স্টলে কী থাকবে, তা ঠিক করা হয়।
সৌজন্যেঃ বর্তমান