সাম্প্রতিক খবর

মার্চ ১০, ২০১৯

শিশুর যত্নে এবার সরকারি দত্তক কেন্দ্র

শিশুর যত্নে এবার সরকারি দত্তক কেন্দ্র

রাজ্যের প্রথম সরকারি শিশু দত্তক কেন্দ্র চালু হল মেদিনীপুরে। মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা ভবনে (গালর্স হোম) এই কেন্দ্র চালু হয়েছে। উদ্বোধন করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, ‘‘এই কেন্দ্র রাজ্য সরকার সরাসরি চালাবে।’’

সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে ২২টি দত্তক কেন্দ্র রয়েছে। তবে ওই কেন্দ্রগুলি চালায় কোনও না কোনও স্বেচ্ছাসেবী সংস্থা। রাজ্য সরকার তাদের সাহায্য করে।

মেদিনীপুরের এই কেন্দ্রে এখন ১০ জন শিশু থাকতে পারবে। ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এখানে রাখা হবে। শিশুরা এখানে পড়াশোনার মধ্যে থাকবে। সমাজের মধ্যে থেকে যা শেখা যায় তাও শিখবে।

 

প্রতীকী ছবি