November 17, 2017
Film on Kanyashree Scheme earns praise at KIFF

After all the international honours, now a short film on the Kanyashree Scheme has become a big hit at the 23rd Kolkata International Film Festival (KIFF). It was screened on November 13.
The 15-minute film – Kanyashree Samman – projects the struggle of 15 young girls from Howrah against adverse circumstances and financial constraints. It has been directed by Mallika Roychowdhury.
A brainchild of Mamata Banerjee, the Kanyashree Prakalpa, launched in 2013, is a cash transfer scheme aimed at retaining girls in schools and preventing their early marriage. In July 2017, Kanyashree Prakalpa won the first prize at United Nations Public Service Awards in Hague.
চলচ্চিত্র উৎসবেও কন্যাশ্রীর জয়জয়কার, ভিড় বিদেশী দর্শকদের
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীতে প্রশংসিত। রাষ্ট্রসংঘের কাছ থেকে তিনি স্বয়ং ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এই বিষয় নিয়ে যদি কোনও তথ্যচিত্র বানানো হয়, নিঃসন্দেহে সেটি মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে।
অমিত ব্যানার্জি এবং মল্লিকা রায় চৌধুরীর পরিচালনায় তাই ‘কন্যাশ্রী সম্মান’ একটি স্বার্থক তথ্যচিত্র হয়ে উঠল, যা দেখানো হল শিশির মঞ্চে। এদের মধ্যে একজন চিত্র সাংবাদিক।
অডিও ভিস্যুয়ালে যাদের টেস্টিমনি নেওয়া হয়েছে, সবাই হাওড়ার বাসিন্দা। গরীব ঘরের কিশোরী কন্যারা যখন একের পর এক বলে যাচ্ছে কীভাবে তাঁরা এই প্রকল্পের সাহায্য পেয়ে উপকৃত হয়েছে, তখন বলতেই হয় এত কন্যা এই বাংলায় কন্যাশ্রী প্রকল্পের ফলে পড়াশোনা করে বড় হয়ে ভালো ফলাফল করবে।
Source: Khabar 365 Din