August 7, 2017
Electronic boards to display messages of communal harmony across Bengal

Messages of peace and communal harmony are now going to be flashed on giant electronic display screens across strategic locations in Kolkata and other cities and towns in Bengal.
So far, 23 district capitals and 16 locations in Kolkata have been identified for setting up these screens. Not just communal harmony, but messages relating to developmental schemes and the successes of the State Government, like the Kanyashree Scheme, are also going to be shown on the electronic screens.
One such board has already been set up on the toll plaza on Vidyasagar Setu (second Hooghly Bridge).
Source: Bartaman
সম্প্রীতির বার্তা আর সাফল্যের খতিয়ান দেবে জেলা ও কলকাতার জায়ান্ট স্ক্রিন
সমগ্র রাজ্যে শান্তির বার্তা দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সংশ্লিষ্ট ঘটনা ছাড়াও রাজ্য সরকারের বিবিধ বার্তাও দেওয়ার লক্ষ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার সদর শহর এবং কলকাতার ১৬টি গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। যেখানে ইলেকট্রনিক (ডিজিটাল) ডিসপ্লে বোর্ড বা জায়ান্ট স্ক্রিন বসানো হবে। তার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন বার্তা তুলে ধরা হবে।
গোটা রাজ্যজুড়ে শান্তি-সম্প্রীতির বার্তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য রাজ্যের ২৩টি জেলা সদরে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সেই বার্তা তুলে ধরা হবে। কলকাতার ক্ষেত্রে আপাতত ১৬টি জায়গা বাছা হয়েছে। যেখানে স্বয়ংক্রিয় এই বোর্ড বসানো হবে। দ্বিতীয় হুগলি ব্রিজের উপর অবস্থিত টোল প্লাজার মাথায় এ রকম বোর্ড ইতিমধ্যেই বসানো হয়েছে।
এই জায়ান্ট স্ক্রিন কেবলমাত্র সম্প্রীতির বার্তা বাহক হয়েই থাকবে না, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং তার সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে এর মাধ্যমে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্প বিশ্ব মঞ্চে বিশেষ স্বীকৃতি জিতে নিয়েছে। রাজ্যের মানুষের কাছে এই ধরনের সাফল্যও ডিসপ্লে বোর্ডের মধ্যে দিয়ে তুলে ধরা হবে বলেও জানান তিনি।