August 24, 2017
Durga Puja Bishorjon Carnival on Red Road to be held on October 3 this year

Chief Minister Mamata Banerjee announced that carnival on Red Road with idols of goddesses Durga and her entourage will be held on October 3.
The Bishorjon Carnival, initiated by Bengal Chief Minister Mamata Banerjee, is a unique show that gives people an opportunity to all to see the best pratimas at one place.
A special procession of about 39 Durga Puja committees, who won Biswa Bangla Sharad Samman, was organised last year on Red Road on the way to the bishorjon, or immersion.
আগামী ৩রা অক্টোবর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা হবে রেড রোডে
জোরকদমে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ৩রা অক্টোবর রেড রোডে অভিনব নিরঞ্জনের শোভাযাত্রা হবে। সেই কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
গত বছর থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার যা সাধারণ মানুষকে একসঙ্গে সব বিখ্যাত প্রতিমা দেখার সুযোগ করে দিয়েছে। গত বছর ৩৯ টি পুজো এতে অংশগ্রহণ করেছিল।