July 24, 2017
Dropping Tagore from NCERT books, Trinamool raises strong objection in Parliament

Trinamool Congress today raised strong objection in Parliament to the suggestions of dropping of Rabindranath Tagore from NCERT textbooks, after several newspapers carried reports to that effect.
Leader of the party in the Rajya Sabha, Derek O’Brien said, “What is going on? He wrote the national anthem! Kobiguru is a national treasure”.
He added, “We do not want to do politics with Rabindranath Tagore”, and demanded the Government offer an explanation in the House.
NCERTএর পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দেওয়ার প্রস্তাবের তীব্র প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস সংসদে
NCERTএর পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দেওয়ার প্রস্তাব কিছু মহল থেকে দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে আজ সংসদে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস।
সংবাদমাধ্যম থেকে প্রাপ্য খবরের ভিত্তিতে আজ রাজ্যসভায় প্রতিবাদে মুখর হন তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “কবিগুরু দেশের সম্পদ। তিনি জাতীয় সংগীত রচনা করেছেন। তাকে NCERTএর পাঠ্যবই থেকে বাদ দেওয়া হবে? এসব কি হচ্ছে?”
তিনি আরও বলেন, “আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করতে চাই না।”
তিনি এই বিষয়ে সরকারের বিবৃতি দাবি করেন।