Latest News

April 16, 2018

Developmental activities taken up in South 24 Parganas

Developmental activities taken up in South 24 Parganas

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in North 24 Parganas.

Tabulated below are the important developments:

 

Health and Family Welfare

• Health district: New health district created out of Diamond Harbour

• Medical colleges: 2 medical colleges being set up in Diamond Harbour and Bhangar

• Multi/Super-speciality hospitals: 5 set up – at MR Bangur Hospital, and at hospitals in Kakdwip, Metiabruz, Baruipur and Diamond Harbour

• Fair-price medicine shops: 10 fair-price medicine shops at MR Bangur Hospital and Vidyasagar Hospital (in Behala), and at hospitals in in Kakdwip, Baruipur, Diamond Harbour, Canning, Bagha Jatin, Madhabnagar, Kultali and Garden Reach; buying from these fair-price shops has resulted in 26.21 lakh people getting discounts of Rs 54.75 crore

• Fair-price diagnostic centres: 10 set up at MR Bangur Hospital and Vidyasagar Hospitals (in Behala), and at hospitals in Baruipur, Canning and Diamond Harbour

• SNSU: 29 sick newborn stabilisation units set up in LB Dutta RH (in Muchisha), Sri Sri Ramakrishna Hospital (Kakdwip) and Vidyasagar Hospital (in Behala), and at hospitals in Baruipur, Canning, Amtala, Kultali, Mandirbazar, Basanti, Nalmuri, Jirangacha, Matherdighi, Panchagram Netra, Sarisha, Baneswarpur, Mograhat, Dwarikanagar, Madhabnagar, Kakdwip, Sonarpur, Padmarhat, Bagha Jatin, Sagar Island, Thakurpukur Maheshtala, Bijoygarh, Garden Reach, Falta, Samali and Kulpi

• SNCU: 4 sick newborn care units set up at MR Bangur Hospital, and at hospitals in Kakdwip, Baruipur and Diamond Harbour

• CCU/HDU: 7 critical care units and high-dependency units set up at MR Bangur Hospital and Vidyasagar Hospital (in Behala), and at hospitals in Kakdwip, Baruipur, Diamond Harbour, Canning and Bagha Jatin

• MCH: A Mother and Child Hub being set up at Canning Subdivisional Hospital

• Swasthya Sathi: 4 lakh people enrolled

• Sishu Sathi: More than 500 children operated on

 

Education

• Universities: State Government has set up Diamond Harbour Women’s University (the first such university in eastern India) and the private Neotia University has been set up; Bhagini Nivedita professorial post at Diamond Harbour Women’s University

• Government colleges: 2 government colleges set up – in Hastings (Sister Nivedita Women’s College) and Namkhana

• ITI: 13 industrial training institutes being set up in Canning-1, Canning-2, Basanti, Joynagar-2, Mandirbazar, Falta, Kulpi, Sagar, Patharpratima, Mograhat-1, Mograhat-2, Budge Budge-1 and Diamond Harbour-1 blocks

• Polytechnic colleges: 3 being set up in Baruipur, Diamond Harbour and Canning

• Utkarsh Bangla: More than 30,000 youths being given skills training

• Sabooj Sathi: More than 5.2 lakh school children given bicycles

• Model schools: 4 set up in Basanti, Canning, Joynagar and Kultali

• Upgrading of schools: 155 Madhyamik schools upgraded to Higher Secondary

• Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance

• Toilets: Separate toilets for boys and girls built in all schools

 

Land Reforms, Agriculture and Animal Resources Development

• Nijo Griha Nijo Bhumi: More than 25,000 landless families handed over patta, and more than 15,000 agricultural and forest land patta handed over

• Kisan Credit Cards: 97% of eligible farmer families given KCCs

• Kisan Mandi: 8 set up in Mathurapur-1, Gosaba (two), Bishnupur-1, Diamond Harbour, Baruipur, Sagar and Pathar Pratima blocks

• Hatchlings distributed: More than 28.3 lakh chicken and duck hatchlings distributed for rearing

 

Panchayats and Rural Development

• MGNREGS (100 Days’ Work Scheme): 9.54 crore person-days created at an expenditure of Rs 2,160 crore

• Rural housing: 2.46 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 83,811 people would be distributed houses under various schemes

• Rural roads: About 775 km roads built under Grameen Sadak Yojana; another 990 km being built/renovated

• Samabyathi: 21,000 people benefitted from this scheme

• ODF: North 24 Parganas has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 5.98 lakh toilets built

 

Minorities’ Development

• Scholarships: About 21.73 lakh students from minority communities given scholarships worth Rs 580 crore

• Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth Rs 50 crore

• MSDP: Rs 280 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) and Multi-sectoral Development Programme (MsDP) – 19,000 health sub-centres, additional classrooms, anganwadi cnetres, houses

• Karmatirtha: 50 Karmatirthas built to increase employment of local people

 

Backward Classes Welfare Department

• Shikshashree: More than 5.72 lakh students have received scholarships under the scheme

• SC/ST/OBC certificates: More than 7.41 lakh people handed over SC/ST/OBC certificates

 

Women and Child Development and Social Welfare

• Kanyashree: More than 4.21 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme

 

Food security

• Khadya Sathi: As part of the scheme, 99% of the population of South 24 Parganas (about 80.85 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)

 

Industry

• Industrial parks: 5 established – Falta Industrial Park, Falta Industrial Growth Centres (III, IV, V), Budge Budge Garments Park

• Sea port: Sea port named Bhor Sagar being constructed in Gangasagar

• MSME: 16 MSME clusters established in the micro, small and medium enterprises sector – 11 MSME clusters and 5 khadi clusters; bank loans worth Rs 8,700 crore given

 

PWD and Transport

• Projects completed: PWD Department has completed 206 projects like roads, bridges, etc. by investing Rs 1,114 crore

• Bridges: Mridanga Bridge constructed over Mridangabhanga River at Bolerbazar in Mathurapur-2 block; road on railway bridge in Baruipur and bridge and adjoining roads over Saptamukhi River connecting Kakdwip and Patharpratima; bridge over Hataniya-Doaniya River along NH-117 near Namkhana being built at Rs 225 crore

• Roads: 1,275 km of roads built/re-built/widened; flyover connecting Batanagar and Jinjirabazar

• Baitarani: As part of Baitarani Scheme, 101 burning ghats being renovated and 1 electric furnace being constructed

• Gatidhara: Through Gatidhara Scheme, about 550 youths managed to buy vehicles for commercial use

• Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number

 

Power – Non-renewable and Renewable Energy

• Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 98% rural electrification has been achieved

• Electrcity supply: Sagar Island has been connected to the grid and is getting electricity

• Electric substations: 33/11 kV power substations built in Baruipur, Renia, Raichak and Chandaneswar

 

Irrigation

• Dam repair: 470 km of dams strengthened; river dams at 37 places in the Sundarbans strengthened and their heights increased

• Drainage: Drainage system of Tolly Nallah from Hastings to Garia improved

• Bridges: 2 bridges built on Lower Bagjola Canal at Jirangachi and Jamirgachi in Bhangar-2 block

 

Public Health Engineering

• Projects completed: Public Health Engineering Department has completed 49 projects at a cost of Rs 290 crore.

 

Forest and Tourism

• Sabujshree: Saplings given to more than 1.49 lakh newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)

• Tourism: UNESCO World Heritage Site Monument built in Netidhopani; Gangasagar-Bakkhali Development Authority created; helicopter service between Kolkata and Gangasagar started; permanent jetty built at Lot No. 8 in Kakdwip; on Sagar Island and adjoining areas, permanent business structures for local merchants and toilets for pilgrims to Gangasagar Mela built; Gangasagar Tourist Lodge (formerly Larica Sagar Tourist Lodge) renovated; decorative ‘welcome gates’ built in Kochuberia and at Lot No. 8 and in Kochuberia; as part of Ganga Rejuvenation Plan, Muriganga river bank renovated and other work being implemented; 2 world-class tourist spots – Dheu Sagar and Roop Sagar – being developed; in Jharkhali, the world’s first zoo in a mangrove forest, named ‘Byaghra Sundari – Sundarban Wildlife Park’ and an eco-toursim project named ‘Jhar’ being set up

 

Labour

• Samajik Suraksha Yojana: 8.82 lakh workers from the unorganised sector documented – of these, 2.3 lakh beneficiaries have received benefits to the tune of Rs 112 crore

• Yuvashree: 16,000 youths given allowances under this scheme

 

Self-Help Group and Self-Employment

• Anandadhara: 44,000 self-help groups set up

• Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 12,000 ventures approved, for which a total grant of Rs 75 crore given

 

Urban Development and Town and Country Planning

• Gangasagar-Bakkhali Development Authority created in 2013

• 7 municipalities in South 24 Parganas district spent Rs 165 crore for developmental schemes

• Urban housing for the poor: 13,500 people benefitted

 

Information and Culture

• Lokprasar Prakalpa: More than 6,000 folk artistes getting retainer fee and pension

• Urban beautification: Rabindra Bhavans in Baruipur and Diamond Harbour renovated

 

Housing

• For the economically disadvantaged: 47,000 people benefitted as part of Gitanjali and other schemes

• Pathasathi: 9 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Baruipur, Diamond Harbour, Pailan, Canning, Amjhora and Kulpi

 

Youth Affairs and Sports

• Funds for clubs: More than 2,300 cubs given Rs 70 crore for promoting sports

• Sporting infrastructure: 528 multi-gyms and 68 mini indoor stadiums set up at a cost of Rs 24.54 crore; Sundarban Cup sports tournament being regularly held

 

Sundarbans Development

• Sundarini: Sundarini Scheme taken up to improve the lives and livelihoods of the Sundarbans inhabitants, including health service delivery and infrastructure, promotion of open defecation-free Sundarbans, promotion of tourism, and effective packaging and branding of local products

 

Law and order

• New district: State Government has taken the decision to carve a new district out of the Sundarbans region

• Police districts: Kakdwip, Diamond Harbour and Baruipur police districts set up

• Police stations: Gangasagar, Diamond Harbour (Parulia), Govardhanpur, Jharkhali and Harwood Point coastal police stations, and Baruipur and Diamond Harbour women police stations set up

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার উন্নয়ন – এক নজরে

 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ

  • ডায়মন্ড হারবারকে পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে।
  • ডায়মন্ড হারবার ও ভাঙ্গড়ে গড়ে তোলা হচ্ছে ২ টি মেডিকেল কলেজ। এই জেলার এম আর বাঙ্গুর, কাকদ্বীপ, মেটিয়াবুরুজ, বারুইপুর ও ডায়মন্ড হারবার হাসপাতালে গড়ে উঠেছে ৫টি নতুন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল।
  • এম আর বাঙ্গুর, কাকদ্বীপ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বিদ্যাসাগর, বাঘাযতীন, মাধবনগর, কুলতলী ও গার্ডেনরিচ হাসপাতালে ১০ টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ২৬ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ, ৫৪ কোটি ৭৫ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
  • বিদ্যাসাগর, বারুইপুর, ক্যানিং, এম আর বাঙ্গুর, ডায়মন্ড হারবার হাসপাতালে ১০ টি ন্যায্য মূল্যের ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
  • এই জেলায় ২৯টি SNSU চালু হয়ে গেছে (বারুইপুর, ক্যানিং, আমতলা, এল বি দত্ত, শ্রী রামকৃষ্ণ, কুলতলী, মন্দিরবাজার, বাসন্তী, নালমুড়ি, জিড়ানগাছা, মাঠেরদিঘী, পঞ্চগ্রাম নেত্রা, সরিষা, বানেশ্বরপুর, মগরাহাট, দ্বারিকানগর, মাধবনগর, কাকদ্বীপ, সোনারপুর, সাগর, পদ্মেরহাট, বাঘাযতীন, বিদ্যাসাগর, ঠাকুরপুকুর, মহেশতলা, বিজয়গড়, গার্ডেনরীচ, ফলতা, সামিল, কুলপি)।
  • এম আর বাঙ্গুর, কাকদ্বীপ, বারুইপুর, ডায়মন্ড হারবার হাসপাতালে ৪টি SNSU চালু হয়ে গেছে।
  • এম আর বাঙ্গুর, কাকদ্বীপ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বিদ্যাসাগর, বাঘাযতীন হাসপাতালে ৭টি CCU/HDU চালু হয়ে গেছে।
  • ক্যানিং মহকুমা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে ১টি Mother & Child Hub.
    ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে এই জেলার প্রায় ৪ লক্ষ মানুষ নথিভুক্ত হয়েছেন।
  • ‘শিশুসাথী’ প্রকল্পে, এই জেলার সাড়ে ৫০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রপচার করা হয়েছে।

 

শিক্ষাঃ

  • এই জেলায় গড়ে তোলা হয়েছে নতুন ২টি বিশ্ববিদ্যালয় – ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় (পূর্বাঞ্চলের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়) এবং নেওটিয়া বিশ্ববিদ্যালয় (প্রাইভেট)।
  • ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করা হয়েছে ভগিনী নিবেদিতা চেয়ার প্রফেসর পোস্ট।
  • এই জেলার, হেস্টিংস (সিস্টার নিবেদিতা মহিলা কলেজ) ও নামখানায় ২টি নতুন সরকারী কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ক্যানিং-১, ক্যানিং-২, বাসন্তী, জয়নগর-২, মন্দিরবাজার, ফলতা, কুলপি, সাগর, পাথরপ্রতিমা, মগরাহাট-১, মগরাহাট-২, বজবজ-১, ডায়মন্ড হারবার-১ এ ১৩টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হচ্ছে।
  • বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং-এ ৩টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
  • ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচীতে, জেলার ৩০ হাজারেরও বেশি যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • এই জেলায় ৫ লক্ষ ২০ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
  • বাসন্তী, ক্যানিং, জয়নগর, কুলতলীতে ৪টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
    জেলায় গত সাড়ে ৬ বছরে, প্রায় ১৫৫টি মাধ্যমিক বিদ্যাওয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছ ।
  • সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি এবং উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা কমেছে।
  • প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ

  • জেলার ২৫ হাজারেরও বেশি যোগ্য ভূমিহীন পরিবাররের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ১৫ হাজারেরও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
  • এই জেলার, প্রায় ৯৭% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
  • এই জেলায় মথুরাপুর-১, গোসাবা (২টি), বিষ্ণুপুর-২, ডায়মন্ড হারবার, বারুইপুর, সাগর, পাথরপ্রতিমাতে ৮টি ‘কিষাণ মাণ্ডি’ গড়ে তোলা হয়েছে।
  • জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ২৮ লক্ষ ৩০ হাজারের বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।

 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ

  • এই জেলায় ১০০ দিনের কাজে, ২০১৬০ কোটি টাকার বেশি ব্যয় করে প্রায় ৯ কোটি ৫৪ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
  • জেলায় প্রায় ২ লক্ষ ৪৬ হাজার মানুষ গ্রামীণ আবাস যোজনায় উপকৃত হয়েছেন।
    এই জেলায় আরও প্রায় ৮৩ হাজার ৮১১ জন উপভোক্তালে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
  • জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৭৭৫ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
    এই জেলায় আরও প্রায় ৫৩০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
  • ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ২১ হাজার জন উপকৃত হয়েছেন।
  • দক্ষিণ ২৪ পরগণা জেলা ‘নির্মল জেলা’। জেলায় ‘নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৫ লক্ষ ৯৮ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।

 

সংখ্যালঘু উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ২১ লক্ষ ৭৩ হাজার সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে, প্রায় ৫৮০ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।
  • এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
  • MSDP তে প্রায় ২৮০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
  • এই প্রকল্পে, জেলায় প্রায় ১৯ হাজার হেলথ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণীকক্ষ, অঙ্গনয়াড়ী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
  • এই জেলায় ৫০টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ৫ লক্ষ ৭২ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
  • জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৭ লক্ষ ৪১ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।

 

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ

  • এই জেলায়, ৪ লক্ষ ২১ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’ র আওতায় এসেছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী – ‘খাদ্য সাথী’ প্রকল্পঃ

  • এই জেলার ১০০% মানুষকে (প্রায় ৮০ লক্ষ ৮৫ হাজারেরও বেশি মানুষকে) , ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে) খাদ্যশস্য দেওয়া হচ্ছে – যা জেলার মোট জনসংখ্যার প্রায় ৯৯%।

 

শিল্পঃ

  • জেলায় ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছ (ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ফলতা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার (III, IV, V) বজবজ গার্মেন্টস পার্ক।
  • গঙ্গাসাগরে গড়ে তোলা হচ্ছে গভীর সমুদ্র বন্দর – ‘ভোর সাগর’।
  • জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ১৬টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলঃ ১১টি MSME ক্লাস্টার ও ৫টি খাদি ক্লাস্টার
  • ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৮৭০০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।

 

পূর্ত ও পরিবহণঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় পূর্ত দপ্তর ৩৩০টিরও বেশি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি রুপায়নের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ২০৬টিরও বেশি প্রকল্পের কাজ ১১১৪ কোটি টাকা ব্যয় ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে/ এর ফলে প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
  • মথুরাপুর-২ ব্লকের বোলেরবাজারে মৃদঙ্গভাঙ্গা নদীর ওপর গড়ে তোলা হয়েছে ‘মৃদঙ্গ’ সেতু।
  • বারুইপুরে রেলসেতুর ওপর রাস্তা এবং সপ্তমুখী নদীর ওপর কাকদ্বীপ ও পাথরপ্রতিমা সংযোগকারী সেতু ও দুদিকের রাস্তা নির্মাণ করা হয়েছে।
  • প্রায় ২২৫ কোটি টাকা বরাদ্দে গড়ে তোলা হয়েছে নামখানার কাছে NH-117 জাতীয় সড়কে হাতানি-দোয়ানি নদীর ওপর সেতু।
  • গড়ে তোলা হচ্ছে বাটানগর-জিঞ্জিরাবাজার উড়ালপুল।
  • ‘বৈতরিনী’ প্রকল্পে ১০১টি শ্মশান ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুরি বসানোর কাজ চলছে।
  • এই জেলার প্রায় ৫৫০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
    হাতে নেওয়া হয়েছে Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।

 

বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ

  • সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ৯৮% গ্রামীণ বৈদ্যুতিকরনের কাজ সম্পন্ন হয়েছে।
  • গ্রিড পাওয়ার ব্যবহার করে জেলার সাগরদ্বীপে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
    বারুইপুর, রেনিয়া, রায়চক ও চন্দনেশ্বরে ৪টি নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন তৈরি হয়েছে।

 

সেচঃ

  • জেলায় প্রায় ৪৭০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
  • সুন্দরবনের ৩৭টি স্থানে নদীবাঁধ উঁচু, শক্তিশালী ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হয়েছে।
  • হেস্টিংস থেকে গড়িয়া পর্যন্ত টালি নালার নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে।
    ভাঙড়-২ ব্লকের লোয়ার বাগজোলা খালের অপরে জিরনগাছি ও জামিরগাছিতে ২ টি সেতু নির্মাণ করা হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরীঃ

  • বিগত সাড়ে ৬ বছরে, ৯৫টি জল প্রকল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ২৯০ কোটি টাকা ব্যয়ে ৪৯টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জল প্রকল্পগুলির কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।

 

বন ও পর্যটনঃ

  • ‘সবুজশ্রী’ প্রকল্পে, ১ লক্ষ ৪৯ হাজারেরও বেশি সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
  • নেতিধোপানিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেয সাইট মনুমেন্ট গড়ে তোলা হয়েছে।
  • গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটনের বিকাশের লক্ষ্যে ‘গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ’ স্থাপন করা হয়েছে।
  • কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়েছে।
  • কাকদ্বীপের লট ৮ এ একটি নতুন স্থায়ী জেটি নির্মাণ করা হয়েছে।
  • গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে কপিলমুনির আশ্রম প্রাঙ্গনের ব্যাপক সংস্কার সাধন করা হয়েছে। পাশাপাশি এখানে একটি পান্থশালা, ২০টি নতুন কটেজ, সমুদ্র সৈকতে আলোকসজ্জা, স্থানীয় ব্যবসায়ীদের জন্য পাকা দোকানঘর ও পুন্যার্থীদের জন্য শৌচাগার নির্মাণ এবং গোটা অঞ্চলের ব্যপক সৌন্দর্যায়ন করা হয়েছে।
  • গঙ্গাসাগর পর্যটক নিবাস কে নবরূপে সজ্জিত করা হয়েছে।
  • কচুবেড়িয়া ও লট-৮ এ ২টি সুদৃশ্য ‘অভ্যর্থনা তোরণ’ (welcome gate) নির্মাণ করা হয়েছে।
  • গঙ্গা পুনরুজ্জীবন প্রকল্পের অন্তর্গত মুড়িগঙ্গা নদীতীরে সৌন্দর্যায়ন, রক্ষণাবেক্ষণ ইত্যাদির একটি বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে।
  • সাগরে ‘ঢেউ সাগর’ ও ‘রূপ সাগর’ নামে ২টি সমুদ্র সৈকতে বিশ্বমানের পর্যটনস্থল হিসাবে গড়ে তোলা হয়েছে।
  • ঝড়খালিতে (বিশ্বের প্রথম ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে চিড়িয়াখানা) ‘ব্যাঘ্র সুন্দরী – সুন্দরবন বন্যপ্রাণ উদ্যান’ গড়ে তোলা হচ্ছে।
  • ঝড়খালিতে একটি ইকো ট্যুরিজম প্রকল্প – ‘ঝড়’ গড়ে তোলা হয়েছে।

 

শ্রমঃ

  • এই জেলায় সামাজিক সুরক্ষা যোজনায় প্রায় ৮ লক্ষ ৮২ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত প্রায় ২ লক্ষ ৩০ হাজার উপভোক্তা, ১১২ কোটি টাকার ও বেশি সহায়তা পেয়েছেন।
  • যুবশ্রী প্রকল্পে, এই জেলায় প্রায় ১৬ হাজার যুবক-যুবতী উতসাহ ভাতা পাচ্ছেন।
    স্ব-নির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসূচীঃ
  • ‘আনন্দধারা’ প্রকল্পে প্রায় ৪৪ হাজার স্ব-নির্ভর দল গঠিত হয়েছে।
  • বিগত সাড়ে ৬ বছরে, ‘স্বামী বিবেকানন্দ স্ব-নির্ভর কর্মসূচী’ প্রকল্পে প্রায় সাড়ে ১২ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৭৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

 

পুর ও নগরোন্নয়নঃ

  • ২০১৩ সালে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
  • জেলায় ৭টি মিউনিসিপ্যালিটি, ১৬৫ কোটি টাকারও বেশি পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
  • শহরাঞ্চলে গরীবদের জন্য বাসস্থান প্রকল্পে, প্রায় ১৩ হাজার ৫০০ জন মানুষ উপকৃত হয়েছেন।

 

তথ্য ও সংস্কৃতিঃ

  • এই জেলায় ৬ হাজারেরও বেশি লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
  • বারুইপুর ও ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।

 

আবাসনঃ

  • জেলায় আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ৪৭ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
  • ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বারুইপুর, ডায়মন্ড হারবার, পৈলান, ক্যানিং, আমঝোড়া, কুলপিতে ৯টি ‘পথসাথী’ মোটেল গড়ে তোলা হয়েছে।

 

ক্রীড়া ও যুবকল্যাণঃ

  • ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ২৩০০টিরও বেশি ক্লাবকে ৭০ কোটি টাকারও বেশি অর্থ সাহায্য করা হয়েছে।
  • জেলায় প্রায় ৫২৮টি মাল্টি জিম ও ৬৮টি মিনি ইনডোর স্টেডিয়াম, প্রায় ২৪ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
  • নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে ‘সুন্দরবন কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।

 

সুন্দরবন উন্নয়নঃ

  • সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরিণী’ নামে একটি সর্বাঙ্গীণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।
  • এর অন্তরগত, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির উন্নয়ন, উন্মুক্ত শৌচবিহীন সুন্দরবন গঠন, পর্যটনের বিকাশ এবং সুন্দরবনের স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও প্যাকেজিং এর সমন্বিত প্রয়াস করা হচ্ছে।

 

আইন-শৃঙ্খলাঃ

  • সুন্দরবনের অঞ্চলগুলিকে নিয়ে একটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এই জেলায় গঠন করা হয়েছে নতুন কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও বারুইপুর পুলিশ জেলা।
  • স্থাপন করা হয়েছে নতুন গঙ্গাসাগর উপকূলীয় থানা, ঝড়খালি উপকূলীয় থানা ও হারউড পয়েন্ট উপকূলীয় থানা এবং বারুইপুর ও ডায়মন্ড হারবার মহিলা থানা।