April 22, 2018
Developmental activities taken up in Purulia

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in Purulia.
Tabulated below are the important developments:
Health and Family Welfare
Medical college: Medical college being set up in Purulia
Multi/Super-speciality hospitals: 2 set up in Hatuara and Raghunathpur
Fair-price medicine shops: 6 set up – at hospitals in Purulia Sadar Hospital, Raghunathpur SDH, Kotshila RH and Manbazar RH; buying from these fair-price shops has resulted in more than 5.95 lakh people getting discounts of more than Rs 9.8 crore
Fair-price diagnostic centres: 2 set up at Purulia Sadar Hospital
SNSU: 18 sick newborn stabilisation units set up in Hura, Chakoltore, Kalloli, Para, Harmardi, Bandowan, Kuntaur, Sirkabad, Banshgarh, Banda, Hoypur, Barabazar, Manbazar, Jhalda, Kotshila, Puncha, Pathardi and Hutmura
SNCU: 2 sick newborn care units set up at Purulia Sadar Hospital and Raghunathpur SDH
CCU/HDU: 2 critical care units and high-dependency units set up at Purulia Sadar Hospital and Raghunathpur SDH
Swasthya Sathi: About 2.61 lakh people enrolled
Sishu Sathi: More than 700 children successfully operated on
Education
University: Administrative building of Sidhi-Kanho-Birsa University built
College: 3 government colleges set up – Manbazar Government Degree College, Joypur Government Engineering College, Sitaram Mahato Memorial College, Anandadeep
ITI: 7 industrial training institutes set up in Balarampur, Hura, Manbazar-1, Santuri, Purulia-1, Kashipur and Joypur blocks
Polytechnic colleges: 2 set up in Baghmundi and Raghunathpur
Hostel: 60-bedded women’s hostel of West Bengal Survey Institute, Bandel
Utkarsh Bangla: More than 20,000 youths being given skills training
Sabooj Sathi: More than 2.14 lakh school children given bicycles
Model schools: 12 set up in Baghmundi, Balarampur, Bandwan, Barabazar, Hura, Jhalda-1, Jhalda-2, Manbazar-2, Para, Purulia-2, Raghunathpur-2 and Santuri blocks
Upgrading of schools: 105 Madhyamik schools upgraded to Higher Secondary
Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
Toilets: Separate toilets for boys and girls built in all schools
Land Reforms, Agriculture and Animal Resources Development
Nijo Griha Nijo Bhumi: More than 8,800 landless families handed over patta, and more than 580 agricultural and forest land patta handed over
Kisan Credit Cards: About 68% of eligible farmer families given KCCs
Hatchlings distributed: More than 17.2 lakh chicken and duck hatchlings distributed for rearing
Panchayats and Rural Development
MGNREGS (100 Days’ Work Scheme): About 5.02 crore person-days created at an expenditure of more than Rs 1,000 crore
Rural housing: 1.09 lakh people benefitted; on January 29, 2018, it was announced that about 30,000 people would be distributed houses under various schemes
Rural roads: About 900 km roads built under Grameen Sadak Yojana; another 800 km being built/renovated
Samabyathi: 11,255 people benefitted from this scheme
ODF: Purulia has been declared a ‘Nirmal Zila’, that is, open defecation-free (ODF); 2.44 lakh toilets built, which is about 55% of the target
Minorities’ Development
Scholarships: About 1.76 lakh students from minority communities given scholarships worth about Rs 44 crore
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 6 crore
IMDP: About Rs 30 crore spent for various schemes under Integrated Minority Development Programme (IMDP) – more than 2,000 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.
Karmatirtha: 26 Karmatirthas built to increase employment of local people
Backward Classes Welfare Department
Shikshashree: More than 2.4 lakh students have received scholarships under the scheme
SC/ST/OBC certificates: More than 3.04 lakh people handed over SC/ST/OBC certificates
Language promotion: To promote the Santhali language, a paper on Santhali made an elective paper in WBCS; school text books being printed in Ol Chiki script (used for writing Santhali)
Jaher Than maintenance: Granting pattas for, and fencing of Jaher Than sacred groves
Jangalmahal Unnayan
JAP: Under State Government’s Jangalmahal Action Plan, special developmental work being undertaken in 34 blocks in Bankura, Jhargram, Purulia, Jhargram and Birbhum; Rs 110 crore allocated
Jalatirtha: To help in irrigation, building of check dams and water storage tanks being undertaken over 32,000 hectares (ha) at a cost of Rs 500 crore under Jalatirtha Scheme
Employment: More than 33,000 youths in the Jangalmahal region enrolled in the Employment Bank got employment in police forces
Women and Child Development and Social Welfare
Kanyashree: More than 1.44 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme
Food security
Khadya Sathi: As part of the scheme, 100% of the eligible population of Purulia (more than 52.6 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)
Industry
Industrial corridor: As part of Amritsar-Delhi-Kolkata Industrial Corridor, manufacturing and industrial cluster being set up on 2,600 acres in Raghunathpur
Industrial parks: 3 industrial parks set up – Raghunathpur Steel and Alloyed Industrial Park – Phase I, Phase II, Phase III; 1 IT park set up in Purulia
MSME: 20 MSME clusters established in the micro, small and medium enterprises sector – among which the important ones are 14 MSME clusters, 2 handloom clusters, 4 khadi clusters; Grameen Haat set up in Dulmi; bank loans worth more than Rs 3,937 crore given
PWD and Transport
Projects completed: PWD Department has completed more than 139 projects like roads, bridges, etc. by investing about Rs 692 crore
Roads: About 480 km of roads built/re-built/widened including Balarampur-Baghmundi road, Manbazar-Bandwan-Kuilapal road, Hura-Kashipur-Adra-Raghunathpur road, Balarampur-Barabazar-Sindri road, Purulia-Barakar road, Chas More-Tulin road
Baitarani: As part of Baitarani Scheme, 9 burning ghats being renovated and 1 electric furnace being constructed
Gatidhara: Through Gatidhara Scheme, about 220 youths managed to buy vehicles for commercial use
Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number
Power – Non-renewable and Renewable Energy
Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, 100% rural electrification achieved
Irrigation
Irrigation: 4,680 hectares of new areas have become irrigated
Public Health Engineering
Projects completed: Public Health Engineering Department has completed 15 projects at a cost of about Rs 116 crore
Drinking water projects: State’s largest drinking water project, to benefit 15 lakh people in 9 blocks, coming up at a cost of about Rs 1,200 crore; Purulia Municipality increased daily water supply from 45 to 85 lakh litres; 7 more reiverbed tube-wells set up in Teledi and Shimulia; 16 taps set up in Baghmundi block; 2 drinking water projects set up in Raghunathpur and Hura
Forest and Tourism
Sabujshree: Saplings given to more than 32,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
Tourism: 4 tourism projects set up in Joychandi Pahar, including a rural tourism project; eco-tourism projects in Pakbirra, Murari and Telkupi; Bankura-Purulia Tourism Circuit being set up
Labour
Samajik Suraksha Yojana: 2.19 lakh workers from the unorganised sector documented – of these, about 44,000 beneficiaries have received benefits to the tune of more than Rs 16 crore
Yuvashree: About 5,000 youths given allowances under this scheme
Self-Help Group and Self-Employment
Anandadhara: About 30,000 self-help groups set up
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 8,000 ventures approved, for which a total grant of about Rs 54 crore given
Information and Culture
Lokprasar Prakalpa: More than 21,700 folk artistes getting retainer fee and pension
Rabindra Bhavan renovation: Rabindra Bhavans in Purulia renovated
Tribal welfare: Paschim Banga Santhali Academy set up; Kurmi Development Board set up, for which Rs 10 crore allocated; Kuruk and Kurmi made official state languages; Manbhum Sahitya Parishad and Kuruk Sahitya Academy to be set up
Housing
For the economically disadvantaged: About 23,000 people benefitted as part of Gitanjali and other schemes
Pathasathi: 5 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Chas More (Joypur block), Joychandi Pahar (Raghunathpur-1 block), Jhapra, Hura and Sarbari More (Barakar block)
Youth Affairs and Sports
Funds for clubs: More than 500 cubs given more than Rs 17 crore for promoting sports
Sporting infrastructure: About 90 multi-gyms and 84 mini indoor stadiums set up at a cost of about Rs 17 crore
Repair work: Eastern Ground in Chinsurah renovated; swimming pool built at Udayani Bayam Samiti
Jangalmahal Cup: Jangalmahal Cup being organised every year to identify and celebrate talent
Paschimanchal Unnayan
Developmental schemes: Paschimanchal Unnayan Department undertaking lot of developmental schemes related to water conservation, irrigation, agriculture, education, health, road construction, drinking water, etc
Water conservation: For water conservation, Paschimanchal Unnayan Department has built multiple check dams in Jangalmahal
Law and order
New police division: Medinipur Division set up for administrative convenience, comprising of the districts of Jhargram, Purba Medinipur, Paschim Medinipur, Purulia and Bankura
New Subdivisions: Manbazar and Jhalda subdivisions set up
Police stations: Adra police station and Purulia women’s police stations set up
পুরুলিয়া জেলার উন্নয়ন – এক নজরে
রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে পুরুলিয়া জেলায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ
পুরুলিয়ায় গড়ে তোলা হচ্ছে নতুন মেডিকেল কলেজ।
এর মধ্যে, এই জেলার হাতুয়ারা ও রঘুনাথপুরে গড়ে উঠেছে ২টি নতুন মাল্টি-সুপার স্পেসালিটি হাসপাতাল।
পুরুলিয়া, রঘুনাথপুর, কোটশিলা ও মানবাজার হাসপাতালে ৪টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ৫ লক্ষ ৯৫ হাজারেরও বেশি মানুষ, ৯ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
পুরুলিয়া হাসপাতালে ২টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
এই জেলায় ১৮টি SNSU চালু হয়ে গেছে (হুড়া, চাকোলতোড়, কল্লোলি, পাড়া, হারমার্ডি, বান্দোয়ান, কুস্তাউর, সিরকাবাদ, বাঁশগড়, বান্দা, জয়পুর, বরাবাজার, মানবাজার, ঝালদা, কোটশিলা, পুঞ্চা, পাথরডি, হুটমুড়া)।
পুরুলিয়া, রঘুনাথপুর হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
পুরুলিয়া, রঘুনাথপুর হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে।
দেবেন মাহাতো সদর হাসপাতালে গড়ে তোলা হচ্ছে একটি স্কিলস ল্যাব।
স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ২ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৭০০টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে
শিক্ষাঃ
সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে।
এই জেলায় ৩টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে (মানবাজার সরকারী ডিগ্রী কলেজ, জয়পুর সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ, আনন্দদ্বীপে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ)।
বলরামপুর, হুড়া, মানবাজার-১, সাতুড়ি, পুরুলিয়া-১, কাশীপুর, জয়পুরে ৭টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ২০ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এই জেলায়, ২ লক্ষ ১৪ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, বরাবাজার, হুড়া, ঝালদা-১, ঝালদা-২, মানবাজার-২, পাড়া, পুরুলিয়া-২, রঘুনাথপুর-২ ও সাতুড়িতে ১২টি নতুন মডেল স্কুল নির্মাণ করা হয়েছে।
সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ
জেলার ৮ হাজার ৮০০ র বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ৫৮০রও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
এই জেলায় প্রায় ৬৮% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১৭ লক্ষ ২০ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ
এই জেলায় ১০০ দিনের কাজে, ১০০০ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৫ কোটি ২ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
জেলার প্রায় ১ লক্ষ ৯ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
এই জেলার আরও প্রায় ৩০ হাজার ৪২০ জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৯০০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৮০০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ১১ হাজার ২৫৫ জন উপকৃত হয়েছে।
জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ২ লক্ষ ৪৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ৫৫%।
সংখ্যালঘু উন্নয়নঃ
বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ১ লক্ষ ৭৬ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ৪৪ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
IMDP-তে, প্রায় 30 কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
এই প্রকল্পে জেলায় 2 হাজারেরও বেশি হেল্থ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
এর মধ্যে, এই জেলায় ২৬ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।
অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ
বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ১ লক্ষ ৭৬ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৩ লক্ষ ৪ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
সাঁওতালী ভাষাকে বিশেষ মর্যাদা দিয়ে WBCS পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অলচিকি লিপিতে স্কুলের পাঠ্যপুস্তক প্রকাশ করা হচ্ছে।
জাহের থানের পাট্টা ও সেগুলির চারিদিকে প্রাচীর দেওয়া হচ্ছে।
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ
এই জেলায়, ১ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।
খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ
এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৩১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ১০০%।
শিল্পঃ
জেলায় ৪টি Industrial Park তৈরি করা হয়েছে (কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার (ফেজ ১,২ এবং ৩), হরিনঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক)।
জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৬৯টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
১৪টি MSME ক্লাস্টার
২টি Handloom ক্লাস্টার,
৪ টি Khadi ক্লাস্টার প্রভৃতি।
পুরুলিয়াতে ১টি আইটি পার্ক গড়ে উঠেছে।
দুলমীতে একটি গ্রামীণ হাট নির্মাণ করা হয়েছে।
ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে এই জেলায় ৩৯৩৭ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ প্রদান করা হয়েছে।
পূর্ত ও পরিবহনঃ
বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ১৮০টির বেশি রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ১৩৯ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ৬৯২ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৮৪০ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• বলরামপুর -বাঘমুন্ডী রাস্তা,
• মানবাজার – বান্দোয়ান – কুইলাপাল রাস্তা,
• হুড়া-কাশীপুর-আদ্রা-রঘুনাথপুর রাস্তা
• বলরামপুর- বরাবাজার-সিন্ধ্রী রাস্তা প্রভৃতি।
বৈতরণী প্রকল্পে, ৯টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
এই জেলার প্রায় ২২০ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন।
হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ
সমগ্র জেলায় ‘সবার ঘরে আল’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
সেচঃ
জেলার ৪৬৮০ হেক্টর নতুন জমিকে সেচসেবিত করা হচ্ছে।
জনস্বাস্থ্য কারিগরীঃ
বিগত সাড়ে ৬ বছরে, ২৩ টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ১১৬ কোটি টাকা ব্যয়ে ১৫ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
হাতে নেওয়া হয়েছে প্রায় ১২০০ কোটি টাকার ‘জাইকা’ জল প্রকল্পের কাজ। এটি রাজ্যের অন্যতম বৃহৎ পানীয় জল সরবরাহ প্রকল্প। এর ফলে, পুরুলিয়া জেলার ৯টি ব্লকের ১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন।
পুরুলিয়া পৌরসভার দৈনিক জলের সরবরাহ ৪৫লক্ষ লিটার থেকে বাড়িয়ে প্রায় ৮৫লক্ষ লিটার করা হয়েছে।
তেলেডি ও শিমুলীয়ায় অতিরিক্ত ৭টি রিভারবেড টিউবওয়েল বসানো হয়েছে।
বাঘমুন্ডী ব্লকে ১৬টি জলের কোল বসানো হয়েছে।
রঘুনাথপুর ও হুড়ায় ২ টি জল সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে।
বন ও পর্যটনঃ
‘সবুজশ্রী’ প্রকল্পে, ৩২ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
জয়চন্ডী পাহাড়ে গ্রামীণ পর্যটন সহ মত ৪টি পর্যটন প্রকল্প গড়ে তোলা হয়েছে।
পাকবিড়রা, মুরাডি ও তেলকুপি ইকো-ট্যুরিজম প্রকল্প চালু করা হয়েছে।
হাতে নেওয়া হয়েছে বাঁকুড়া-পুরুলিয়া ট্যুরিজম সার্কিটের কাজ।
শ্রমঃ
এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ২ লক্ষ ১৯ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৪৪ হাজার উপভোক্তা, ১৬ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ৫ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ
‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩০ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ৮ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫৪ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
পুর ও নগরোন্নয়নঃ
জেলায় ৭টি মিউনিসিপ্যালিটি, ১১০কোটি টাকারও বেশী পরিকল্পনা খাতে ব্যয় করেছে।
শহরাঞ্চলের গরীবদের জন্যে বাসস্থান প্রকল্পে, প্রায় ২ হাজার ৫০০ জন মানুষ উপকৃত হয়েছেন।
তথ্য ও সংস্কৃতিঃ
এই জেলায় ২১ হাজার ৭০০-রও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
সাঁওতালী ভাষা আকাদেমি গঠন করা হয়েছে।
কুড়মী উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। উন্নয়ন খাতে ১০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কুরুক ও কুড়মীকে সরকারী ভাষার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানভূম সাহিত্য পর্ষদ ও কুরুক সাহিত্য আকাদেমি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পুরুলিয়া রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।
আবাসনঃ
জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ২৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য চাষমোড় (জয়পুর), রঘুনাথপুর-১ (জয়চন্ডী পাহাড়), ঝাপড়া, হুড়া ও শর্বরী মোড়, বরাকর পুরুলিয়া রোডে ৫টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।
ক্রীড়া ও যুব কল্যাণঃ
ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৫০০টিরও বেশী ক্লাবকে ১৭কোটি টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
জেলায় প্রায় ৯০টি মাল্টি জিম ৮৪টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
নতুন প্রতিভার অন্বেষণে নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে বার্ষিক ‘জঙ্গলমহল কাপ’ ক্রীড়া প্রতিযোগিতা।
পশ্চিমাঞ্চল উন্নয়নঃ
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নিরমাইন, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ন করেছে।
জল সংরক্ষণের জন্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর, জঙ্গলমহল এলাকায় একাধিক চেক ড্যাম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
আইন শৃঙ্খলাঃ
এই জেলায় গড়ে তোলা হয়েছে নতুন মানবাজার ও ঝালদা মহকুমা।
এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন আদ্রা থানা ও পুরুলিয়া মহিলা থানা।