August 18, 2017
Development and grassroots connect are our weapons: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a question-and-answer session at the Rising Bengal summit on August 18 in Kolkata. Presented below are excerpts from that session.
QUESTION (by moderator Bhupendra Choubey): What were the primary challenges during the last six years?
ANSWER: The work culture had eroded. The last government had accumulated a debt of Rs 2 lakh crore. In this state of things, it is difficult to run a government. In spite of that we have done so, and given stress on the social development of the state.
We have started a scheme whereby rice is gives at Rs 2 per kg. Health care is provided for free. There has been development of all sections of people through schemes like Kanyashree and Yuvashree. Bicycles are distributed for free through Sabuj Sathi, making it easier for students to attend school. Hospital beds for newborns have been increased. The State Government provides special ambulances that are available for transporting pregnant mothers to hospitals.
QUESTION (by Rabindra Bharati V-C): Can arrangements be made for creating more awareness about Bengal’s art and culture?
.
ANSWER: We give importance to rural culture; 1 lakh 82,000 folk artistes have got work and are spreading awareness about the various State Government schemes and programmes.
We have created jobs. We have started out on the path of social development.
Isn’t Bengal a part of the country too? In a democracy, one has to take everyone along.
We organise meetings on the progress of work with block-level officers. We regularly evaluate the work of important sectors like agriculture, fishery, etc. through departmental meetings. We are from the grassroots and we keep in touch with the grassroots. There is no other state that nurtures its grassroots like the way we do.
Though industry and culture/education are two separate categories, there are relations between education and industry. We have set up more than 300 polytechnic colleges and industrial training institutes (ITIs), and 46 colleges, and enabled the setting up of eight private universities. Companies have their CSR…it would have been good if their was one common kitty, then several areas would have benefitted. If we get suggestions from industrialists, we will surely look to strengthening the education-industry bond.
QUESTION: What is your USP of development?
ANSWER: There is development of certain sectors through the schemes and programmes implemented under the Biswa Bangla brand, there is progress on the industry front. I discovered Tajpur, and it is being developed into a resort town. A lot of investment is being made on Biswa Bangla brand-related work.
QUESTION: What are you thinking about the next Lok Sabha election?
ANSWER: There’s still one-and-a-half years left. The picture will become clear gradually.
QUESTION: Would you help open more private medical colleges?
ANSWER: We need more doctors. I also want more medical colleges to be opened.
COMMENT by Mamata Banerjee: There was criticism about the Gorakhpur hospital deaths and the way the (UP) government handled it. Children are dying due to lack of oxygen. Yet he (CM Yogi) is not accepting that fact. He is deviating to other issues like asking how can he stop police stations from celebrating Janmasthami.
QUESTION (by a Kolkata-based industrialist): There are no bandhs in Bengal now, manpower has gone up. But we need skilled people, we need a brain bank in Bengal. Also, ancillary industries are required – we need to get bottle caps from other states. Can’t such units be set up here?
ANSWER: Kolkata is the Human Capital of the world. There have been some problems, but things will turn around soon. We are giving all facilities for the IT sector. We will overtake Bengaluru. People have to come forward with proposals for ancillary industries. Investors have to come forward. We have a land bank. Our government will provide all sorts of help.
A Reliance representative has announced that the company has committed an investment of Rs 20,000 crore in Bengal.
QUESTION (by JU V-C): There has been a decrease in funding for education. The UGC has suddenly said it would not be able to fund several schemes beyond September 2018. In addition to the students being hit, several people will lose their jobs. I request the State government to help.
ANSWER: JU performance has been very good. But in this situation, the central government is stopping funds in several other schemes like ICDS as well. We have started NET scholarships. For this case as well, we will do something.
QUESTION: You took part in a meeting with Opposition leaders in Delhi, but Nitish Kumar didn’t attend?
ANSWER: It doesn’t matter. I want a hundred more Lalu Prasads, a hundred more Akhilesh Yadavs.
COMMENT by Mamata Banerjee: There is saffronisation of education.
SUGGESTION by Jhulan Goswami: Please see to it that Gitanjali Stadium is renovated.
SUGGESTION by footballer Gautam Sarkar: It would be nice if sports is made compulsory in the school curriculum.
QUESTION by Bhupen Chaubey: Why are you the Centre’s target number one?
ANSWER: I am happy to be the target number one. I am not zero, I am hero.
COMMENT by Mamata Banerjee: Suddenly the Centre thought that Independence Day is not celebrated in Bengal and so they sent a notice for every school to follow. They are instructing whose picture to put up in schools. Is this the job of the Centre? And whenever this is protested, they are sending their agencies to hound us. They sent Sudip Bandyopadhyay to jail. Why? They sent him to jail by filing a case involving an amount of Rs 5 lakh.
Why should a national channel attack West Bengal? It tells lies unnecessarily. I don’t want publicity from the media. I want it that they remain neutral. A national channel says that Mamata means Muslim. Yet, in many places, BJP people walk around with swords and get away with it. The media promotes the Central Government. I do not want any favour from the media. The Centre is setting its agencies on us. It is my democratic right to express myself. Democracy has been destroyed.
Whenever I say that demonetisation has destroyed the climate of investment, the Centre sets its agencies on us. I won’t just accuse the Prime Minister; his whole party is responsible.
We love all states – be it Gujarat, Uttar Pradesh, Punjab or any other states.
উন্নয়ন ও মা মাটি মানুষের সঙ্গে নিবিড় যোগসুত্র আমাদের সাফল্যের চাবিকাঠিঃ মুখ্যমন্ত্রী
১৮ই আগস্ট অনুষ্ঠিত রাইজিং বেঙ্গল সম্মেলনে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভুপেন্দ্র চৌবে’র প্রশ্ন: ৬ বছরের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?
উত্তর: ৩৪ বছর কর্মসংস্কৃতি চলে গিয়েছে। আগের সরকার ২ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এই অবস্থায় সরকার চালানো সমস্যার, তার মধ্যেও সামাজিক ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি।২ টাকা কেজি চালের প্রকল্প চালু হয়েছে, বিনামূল্যে স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে, আমরা সদ্যোজাতদের জন্য শয্যা বাড়িয়েছি, প্রসূতি মায়েদের আনার জন্য গাড়ি ব্যবস্থা আছে।
রবীন্দ্র ভারতীর সহ-উপাচার্যের প্রশ্ন: শিল্প সংস্কৃতির প্রশিক্ষণ প্রসারের ব্যবস্থা করা যায়?
উত্তর: আমরা গ্রামের সংস্কৃতিকে গুরুত্ব দিই। ১ লক্ষ ৮২ হাজার শিল্পী সরকারি বিজ্ঞাপনে কাজ করেন।৩০০-র বেশি পলিটেকনিক ও আইটিআই করেছি, ৪৬ টি কলেজ তৈরি করেছি। আমরা কর্মসংস্থান করেছি, আমরা সেজন্যই সামাজিক উন্নয়নে যোগ দিয়েছি।
বাংলা কি দেশের থেকে আলাদা? গণতন্ত্রে সবাইকে নিয়ে চলতে হবে, আমরা ব্লক স্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করি, আমরা কৃষি, মৎস্য চাষ সব কিছুর জন্য আলাদা অনুষ্ঠান করি। শিক্ষা ও শিল্প দুটি পৃথক হলেও সম্পর্ক আছে, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। শিল্পদ্যোগীরা প্রস্তাব দিলে, শিক্ষার সঙ্গে শিল্পের যোগসূত্র তৈরির বিষয়ে নিশ্চয়ই ভাবব।
উন্নয়নের ইউএসপি কী? প্রশ্ন অধ্যাপকের
উত্তর: বিশ্ববাংলা প্রকল্পে উন্নয়ন হচ্ছে, শিল্পেও উন্নতি হচ্ছে, গতিতেই উন্নয়ন হচ্ছে, আরও সময় লাগবে। তাজপুর আমি আবিষ্কার করি, বিশ্ব বাংলা প্রকল্পে অনেক বিনিয়োগ হচ্ছে।
প্রশ্ন: দেশের পরবর্তী লোকসভা ভোট নিয়ে কী ভাবছেন?
উত্তর: এখনও দেড় বছর বাকি আছে,যত দিন যাবে তত স্পষ্ট হবে।
প্রশ্ন: আপনি কি বেসরকারি মেডিক্যাল কলেজ খুলতে সাহায্য করবেন?
উত্তর: আমার আরও ডাক্তার চাই, আমি চাই আরও মেডিক্যাল কলেজ খোলা হোক, মেডিক্যাল কলেজ হোক, আমিও চাই।
মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ উত্তর প্রদেশে অক্সিজেনের অভাবে শিশু মরেছে, মানছেন না। বলছেন থানায় জন্মাষ্টমী কী করে বন্ধ করব, রাস্তায় নমাজ তো বন্ধ করতে পারছি না।
কলকাতার এক শিল্পপতি প্রশ্ন করেন, এখন বাংলায় বন্ধ নেই, কর্মী বেড়েছে। কিন্তু, আমাদের প্রশিক্ষিত কর্মী চাই, ব্রেন ব্যাঙ্ক-ও চাই। আমাদের অ্যানসিলিয়ারি শিল্প চাই, আমাদের বোতলের ছিপি বাইরে থেকে আনাতে হয়, সেগুলো কি এখানে তৈরি করা যায় না?
উত্তর: কলকাতা হল হিউম্যান ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কিছু সমস্যা ছিল, কিন্তু ছবি পালটাবে, আমরা বেঙ্গালুরুকে ছাপিয়ে যাব, অনুসারি শিল্পের জন্য এগিয়ে আসতে হবে, উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে, আমাদের ল্যান্ড ব্যাঙ্কআছে, সবরকম সাহায্য করবে সরকার।
২০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা, ঘোষণা রিলায়েন্স সংস্থার।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের প্রশ্নঃ শিক্ষাক্ষেত্রে টাকা কমানো হচ্ছে, ইউজিসি হথাত করে জানিয়েছে তারা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর কিছু ক্ষেত্রে আর অনুদান দেবেন না। এর ফলে ছাত্রদের পাশাপাশি অনেক কর্মচারীও কাজ হারাবেন। আমি রাজ্য সরকারের সাহায্য চাই।
উত্তর: কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে, আমরা এর ব্যবস্থা করব।
প্রশ্ন: আপনি বিরোধীদের নিয়ে দিল্লিতে সভা করলেন অথচ নীতীশ কুমার চলে গেল?
উত্তর: আমি ১০০ লালুপ্রসাদ চাই, ১০০ অখিলেশ যাদব চাই।
মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ শিক্ষার গৈরিকীকরণ করা হচ্ছে।
ক্রিকেটার ঝুলন গোস্বামীর পরামর্শঃ গীতাঞ্জলী স্টেডিয়ামের সংস্কার করা হোক ও স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য একটি সুরক্ষিত আবাসন বানানো হোক।
মুখ্যমন্ত্রী’র কাছে স্কুল সিলেবাসে খেলাধুলোকে অগ্রাধিকার দেওয়া হোক প্রস্তাব প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের।
ভুপেন্দ্র চৌবে’র প্রশ্নঃ আপনি কেন কেন্দ্রের টার্গেট নম্বর ওয়ান?
উত্তর: আমি খুশি, টার্গেট নম্বর ওয়ান হওয়ায়, “I am not Zero I am hero”
মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলায় স্বাধীনতা দিবস পালন হয় না বলে হঠাৎ কেন্দ্রের এমন মনে হল, যে স্কুলে নির্দেশ পাঠাল। কার ছবি লাগানো হবে সেটাও বলে দিচ্ছে, এটা সরকারের কাজ? এসবের প্রতিবাদ করলেই এজেন্সি পাঠাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাল, কেন পাঠাল জেলে? ৫ লক্ষ টাকার মামলা দিয়ে জেলে পাঠাল।
ন্যাশনাল চ্যানেল পঃবঙ্গ সরকারকে কেন আক্রমণ করে? ন্যাশনাল চ্যানেল অযথা বাজে বলে,মিডিয়ার প্রচারচাই না,নিরপেক্ষ থাকুক, ন্যাশনাল প্রচার করে মমতা মানে মুসলিম, অন্য জায়গায় বিজেপি কেবল তলোয়ার নিয়েঘোরে, মিডিয়া সরকারের প্রচার করে। আমি মিডিয়ার ফেবার চাই না-এটা বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে।
নোট বাতিলে কত বিনিয়োগ চলে গেছে, বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। কেবল প্রধানমন্ত্রীকে দোষ দেব না, ওঁর দল দায়ী।
আমরা গুজরাত, উত্তরপ্রদেশ, পঞ্জাব সবাইকে ভালবাসি।