অক্টোবর ১৬, ২০১৯
দেনা সত্ত্বেও উন্নয়ন থেমে নেই বাংলায়: মুখ্যমন্ত্রী

আজ আলিপুরের সৌজন্যে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বিষয় ছাড়াও তিনি রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
তিনি বলেন, পুজো খুব ভালোভাবে কেটেছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন ভালো কাজ করেছে। বাংলার পুজো কার্নিভাল বিশ্বসেরা হয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা পুরস্কৃত হয়েছে। কলকাতা ডেনমার্কে পুরস্কৃত হয়েছে। ভালো জিনিস গ্রহণ করা উচিত। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নোবেলজয়ী অভিজিৎকে অনেক শুভেচ্ছা। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল লাভ বাংলার গর্ব। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সৌরভের সঙ্গেও আমার কথা হয়েছে, সৌরভ তো আমাদের ঘরের ছেলে।
এরপর বাংলার উন্নয়নের খতিয়ান তিনি ধরেন। তিনি বলেন, দেনা সত্ত্বেও উন্নয়ন থেমে নেই। তিনি তথ্য তুলে বলেন,
মুলধনী ব্যয়: ২০১০-১১ অর্থবর্ষে ছিল কোটি। ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ২৩,৭২৭ কোটি, ১১ গুন বৃদ্ধি পেয়েছে।
কর আদায়: ২০১০-১১ অর্থবর্ষে ছিল ২১ হাজার কোটি। ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ৬৫,৩৪১ কোটি, ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।
জিএসডিপি: ২০১০-১১ অর্থবর্ষে ছিল ৪.৭৪ লক্ষ কোটি। ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ১১.৫৫ লক্ষ কোটি, আড়াই গুণ বেশী।
পরিকল্পনা খাতে ব্যয়: ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ অর্থবর্ষে ছিল ১১,৮৩৭ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবর্ষে হয়েছে ৭১,১১৩ কোটি টাকা।