December 2, 2016
Deployment of Army in Bengal without State Govt’s knowledge: Opposition demands explanation from Centre

The Central Government was cornered by the Opposition in Parliament today on the issue of deployment of Army in parts of Bengal without the knowledge of State Government.
Leader of the Opposition in Rajya Sabha, Ghulam Nabi Azad said Army can only be deployed in a State at the request of the State Government. Expressing his concern over the incident in Bengal, he said the Centre must offer an explanation.
Mayawati ji (BSP) who has also served as the Chief Minister of UP said the Centre was trying to weaken the federal structure of the country.
The Leader of the Party in Lok Sabha, Sudip Bandyopadhyay said while Trinamool has immense respect for the Army, for such operations to be carried out, the Centre must communicate with the State Government. He pointed out that while Army clubbed Bengal with north-eastern states, Bengal does not fall in the jurisdiction of the north-eastern states, he pointed out.
Sudip Bandyopadhyay requested the Defense Minister to withdraw the Army. He said such operations when carried out without the knowledge of the State Government, raise doubts about the motives of the Centre.
In Rajya Sabha, Chief Whip of the party, Sukhendu Sekhar Roy said that the statement made by MoS Defence is false and far from truth. He demanded to know under which provision of law Centre took such a step. While paying his respects to the Army, Sukhendu Sekhar Roy said, “People of Bengal fought against the British and will also fight against the authoritarianism of Modi.”
Leader of the Party in Rajya Sabha, Derek O’Brien said the MoS Defence placed selective documents on the floor of the House and said he would place the complete, relevant documents on Monday. He maintained that Kolkata Police had in writing denied permission to the army exercise.
রাজ্য সরকারকে না জানিয়ে বাংলায় সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গ উঠল সংসদে
পশ্চিমবঙ্গে সরকারকে না জানিয়ে বাংলার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নামানোয় কেন্দ্রীয় সরকারকে সংসদে আজ কোনঠাসা করল বিরোধীরা।
রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেন, সেনাবাহিনী তখনই মোতায়েন করা যায় যখন সেই রাজ্য কেন্দ্রকে সেনা পাঠানোর অনুরোধ জানায়। তিনি পশ্চিমবঙ্গের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জানান, কেন্দ্রীয় সরকারের এখনই এর জবাবদিহি করা উচিত।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী বলেন, কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে।
লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সেনাবাহিনীকে তৃণমূল কংগ্রেস খুব শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু, এইভাবে সেনা মোতায়েন করার আগে কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা।
সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রীকে সেনাবাহিনী প্রত্যাহার করার অনুরোধ জানান। তিনি বলেন, রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে যখন এই ধরণের সেনা মোতায়েন করা হয়েছে, তখন কেন্দ্রীয় সরকারের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায় বলেন, প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীর বিবৃতি পুরোপুরি অসত্য। তিনি জানতে চান সংবিধানের কোন ধারায় কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে? সেনাবাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বাঙালিরা এক সময় ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়েছে, এখন স্বৈরাচারী মোদির বিরুদ্ধে লড়তেও প্রস্তুত।”
রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কয়েকটি মাত্র বাছাই করা নথি পেশ করেছেন রাজ্যসভায়। আগামী সোমবার তিনি পুরো নথি পেশ করবেন বলেও জানান তিনি। ডেরেক ও ব্রায়েন আরও বলেন, কলকাতা পুলিশ লিখিতভাবে সেনাকে জানায় তারা অনুমতি দিতে অপারগ।