Latest News

August 23, 2017

Bengal CM Mamata Banerjee launches Kolkata host city logo for FIFA U-17 World Cup India 2017

Bengal CM Mamata Banerjee launches Kolkata host city logo for FIFA U-17 World Cup India 2017

The Under 17 Football World Cup is staring on October 8. The final match is scheduled for October 28. Kolkata is one of the venues of this mega event; the World Cup Final will be held in the City of Joy.

The organisers of the Football World Cup today called on the Chief Minister at Nabanna. Addressing the press after the meeting, the Chief Minister sought cooperation from all quarters to make this event a huge success.

“This is a big event, an important event. We all must cooperate to make it a success. We have got an opportunity to project Kolkata in front of the world and we must do so with earnest effort.”
She thanked the organisers for selecting Kolkata as one of venues. “We are deeply honoured,” she said.

“Over 500 TV channels, radio channels and other media will be present here. Representatives from different countries will be here. It is our duty and responsibility to make them feel at home. Rabindranath Tagore had writer, “Esho esho, amar ghore esho, amar ghore” (you are most welcome to my home),” the CM said.

She announced that the government has decided that the President of the (U-17 Football World Cup) Board will be the ‘State Guest’.

 

আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করার সুযোগ দিয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে ৮ই অক্টোবর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮শে অক্টোবর। এই ফাইনাল অনুষ্ঠিত হবে আমাদের গর্বের শহর কলকাতায়।

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ফিফার প্রতিনিধিরা। তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, এই বিশাল সুযোগকে ভালো করে কাজে লাগাতে সকল স্তরের সহযোগিতা চাই।

“এটা একটা বড় ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে যেন সহযোগিতা করি, যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটাকে আমরা যেন কাজে লাগাতে পারি।”

কলকাতাকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি ফিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, “আমরা FIFA-র কাছে কৃতজ্ঞ যে তারা এটা অরাগানাইস করার সুযোগ দিয়েছে। Really we are honoured, we are deeply honoured।”

“২১১টা দেশ আসছে এবং প্রায় ৫০০র ওপর টিভি চ্যানেলস এবং নানারকম রেডিও চ্যানেল থেকে শুরু করে সব মিডিয়া পুজোর আগে থেকেই তারা আসতে শুরু করবেন অনেকেই। অনেক দেশ আসছে, এবং চিলি, মেক্সিকো, ইউকে সহ সকলেই আসছেন। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের অতিথিরা যারা আসবেন, তাদের, ‘এসো আমার ঘরে এসো আমার ঘরে’ এই স্লোগানের সঙ্গে খাপ খাইয়ে তাদের সুন্দর করে আতিথেয়তা করতে হবে” মুখ্যমন্ত্রী বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ফিফার চেয়ারম্যান ও বোর্ড প্রেসিডেন্টকে ‘স্টেট গেস্ট’ করা হবে।