মার্চ ৫, ২০১৯
জওয়ানদের রক্ত দিয়ে কেউ নির্বাচন জিতবে এটা হবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

“পুলওয়ামায় এতজন জওয়ান কেন শহিদ হল ? কেন জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করা হবে ? গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও কেন এতজন মানুষকে বাঁচানো গেল না ? এর জন্য কে দায়ি ? জওয়ানদের রক্ত দিয়ে কেউ নির্বাচনে জিতবে এটা হতে দেওয়া যায় না।” এভাবেই আজ বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে পুলওয়ামা হামলা থেকে বায়ুসেনার অভিযান নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, “আমরা মানুষের পক্ষে কিন্তু, মোদিবাবুর বিপক্ষে। মোদিবাবু, আপনি প্রধানমন্ত্রী পদের লজ্জা। দেশের মানুষ প্রকৃত সত্য জানতে পারছেন না। এটা খুবই দুঃখের।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “জওয়ানরা দেশের জন্য কাজ করে। তাঁরা রাজনীতি করে না। তাদের নিয়ে যারা রাজনীতি করে, আমি তাদের নিন্দা করি। এখন যে বিজেপির সমালোচনা করছে, তাকেই পাকিস্তানি বানিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির কাছে আমরা দেশপ্রেমের পাঠ নেব না।”