সাম্প্রতিক খবর

নভেম্বর ২৬, ২০১৯

কারিগরদের উৎসাহ দিতে প্রতিযোগিতা

কারিগরদের উৎসাহ দিতে প্রতিযোগিতা

২০১৯-২০ বর্ষে ২০শে নভেম্বর আয়োজিত জাতীয় স্তরের হস্তশিল্প প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার কারিগররা তাঁদের নিজেদের হস্তশিল্পে প্রদর্শন করেন।

ক্ষুদ্র, মাঝারি শিল্পের ডিরেক্টরেট এবং রাজ্য সরকার প্রতি বছর জেলাস্তরে হস্তশিল্প প্রদর্শনী আয়োজন করে এবং কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হস্তশিল্পীদের তাঁদের সৃষ্টির জন্য উৎসাহ করা এবং নতুন কিছু তৈরীর জন্য উদ্বুদ্ধ করা।

জেলাস্তরের প্রতিযোগিতা থেকে কারিগরদের বাছাই করা হয় রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য। তাঁদের হস্তশিল্প বেন্টিক ষ্ট্রীটে অবস্থিত জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজারের অফিসে প্রদর্শন করা হয়। জেলাস্তরে বিজয়ীদের নগদ পুরষ্কার দেওয়া হয়।