April 28, 2018
Committee headed by Bengal CM making grand plans for Gandhiji’s 150th birth anniversary

The State Government has set up a committee under the chairpersonship of Chief Minister Mamata Banerjee to celebrate the 150th birth anniversary of Mahatma Gandhi on October 2. The committee was formed on April 18.
There are 46 members in the committee. Members of the committee include members of Parliament (MP) Sudip Bandyopadhyay and Subrata Bakshi, Minister of State for Health Chandrima Bhattacharya and Chief Secretary Malay De. Vice-chancellors of Calcutta University, Rabindra Bharati University, Presidency University and Jadavpur University were also present in the meeting.
It has been decided that on October 2, a programme will be organised at Gandhi Bhavan, for which the government is chalking out a detailed plan.
Based on the philosophy of Gandhiji, elocution and essay competitions will be held in schools, colleges and other educational institutions in order to spread the messages of Gandhiji among the people, particularly the youth. A booklet named Father of the Nation, containing speeches of Gandhiji on different issues including communal harmony, national integration and patriotism, will be published on October 2.
Universities in the state will also organise programmes to celebrate the 150th birth anniversary of Mahatma Gandhi. Presidency University has a centre on Gandhian awareness, where they will organise seminars and symposiums in this regard.
It has also been decided that Gandhi Bhavan, now being maintained by the PWD Department, would be completely taken over the State Government for better maintenance as it is a heritage structure. A permanent chair in the name of Mahatma Gandhi would be instituted in Calcutta University.
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গান্ধীজির স্বার্ধশতবর্ষ উদযাপন কমিটি গড়ল রাজ্য সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গান্ধীজির স্বার্ধশতবর্ষ উদযাপন কমিটি গড়ল রাজ্য সরকার । এই কমিটি গঠন হয় ১৮ই এপ্রিল, কমিটির সদস্য সংখ্যা ৪৬ জন। কমিটিতে সাংসদ, মন্ত্রীরাও আছেন। কমিটির প্রথম বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়, উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যরাও।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী চেয়ার করা হবে গান্ধীজির নামে।বেলেঘাটার গান্ধীভবন যা বর্তমানে দেখাশোনা করে পূর্ত দপ্তর, সেটিকেও পুরোপুরিভাবে রাজ্য সরকার অধিগ্রহণ করবে। এই হেরিটেজ বাড়ির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করবে রাজ্য।
এবছর ২রা অক্টোবর ওই বাড়িতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্য সরকার এই অনুষ্ঠানসূচী তৈরী করবে। গান্ধীজির পদাঙ্ক অনুসরণ করে স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি পাঠ ও রচনা লেখার প্রতিযোগিতার আয়োজন করা হবে। গান্ধীজির বার্তা রাজ্যের মানুষের মধ্যে বিশেষত যুবদের মধ্যে প্রচার করার কর্মসূচী নেওয়া হয়েছে।
গান্ধীজির ভাষণ লিপিবদ্ধ একটি পুস্তক যার নাম রাখা হয়েছে ‘জাতির জনক’, প্রকাশিত হবে ২রা অক্টোবর। যেহেতু ভারতের স্বাধীনতা আন্দোলনে পূর্ব মেদিনীপুরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ওখানকার কোনও একটি বিশ্ববিদ্যালয়কে গান্ধীজির নামাঙ্কিত করা হবে। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও বিভিন্ন ভাবে স্বার্ধশতবর্ষ উদযাপন করা হবে। গান্ধীজির বিষয়ে মানুষের জ্ঞান বাড়াতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্র আছে। সেখানেও সেমিনার ও সম্মেলনের আয়োজন করা হবে।
Source: Millennium Post