মে ২০, ২০১৮
মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ, সপ্তম বর্ষপূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

মা, মাটি, মানুষের সরকারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলার মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে মানুষের জন্য কাজ করে যাওয়াটাই তার সরকারের অঙ্গীকার। তিনি আরও বলেন যে বাংলা হবে বিশ্বসেরা।
তিনি টুইটারে লেখেন: “২০শে মে ২০১১-য় প্রথম মা, মাটি, মানুষের সরকার শপথ নেয়। আজকের এই বিশেষ দিনটিতে জনসাধারণকে জানাই অভিনন্দন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলা হবে বিশ্বসেরা – এটাই আমাদের অঙ্গীকার।”
২০১১ সালের ১৩ই মে, দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসন ঘুচিয়ে জনতার রায়ে ক্ষমতায় আসে তৃণমূল। ২০শে মে ২০১১-য় ঠিক বেলা একটা পাঁচে শপথ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন ফিরে দেখি সেই ঐতিহাসিক দিনটি। ক্লিক করুন এখানে।