জুলাই ১৫, ২০১৯
বাংলাকে নিশানা করছে কেন্দ্র লোকসভায় অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে বারবার নিশানা করছে কেন্দ্রীয় সরকার এবং এই ক’দিনেই দশটি উপদেষ্টা জারি করেছে, সোমবার লোকসভায় এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি তিনি লোকসভার স্পিকারের কাছে আর্জি জানান যাতে একই প্রশ্ন বারেবারে সংসদে উত্থাপিত করা না হয়।
লোকসভায় National Investigation Agency (amendment) Bill নিয়ে আলোচনার সময় তিনি জিজ্ঞেস করেন, “কেন বারবার পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে?’ তিনি বলেন, “স্যার, সংসদে কিছু প্রশ্ন সাধারণভাবে হাউসে উত্থাপিত হওয়ার অনুমতি দেওয়া হয় না, অথচ সেই বিষয়ের প্রশ্নই বারবার করার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়াও, ১০ দিনের মধ্যে আমাদের রাজ্যকে ১০টি উপদেষ্টা পাঠানো হয়েছে। যা আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করছে। আমাদের প্রশ্ন কেন বারবার এভাবে আমাদের রাজ্যকে নিশানা করা হচ্ছে? আমরা এসব বরদাস্ত করব না।”
তিনি আরও বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এইভাবে একই প্রশ্ন বারবার করার অনুমতি দেওয়া যাতে না হয় সেদিকে নজর রাখতে হবে। রাজ্যকে বারবার উপদেষ্টা পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের লজ্জিত হয় উচিত।