July 26, 2017
Centre must reform the DVC immediately: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today demanded that the Damodar Valley Corporation (DVC) be immediately reformed by the Centre. She said every year Bengal suffers when it rains in Jharkhand.
“The work of dredging in Ganga is pending for several years now. Dredging has not been done in Kolkata, nor in Haldia,” the CM said.
There are several barrages under DVC which should have been cleaned and dredged. They are filled with silt. Had that been done, the water storage capacity would have increased by 2 lakh cusecs,” she added.
The Chief Minister also said, “Since 2012, we have raised the issue of water-release by DVC. But no action has been taken. Even today they have released an additional 1 lakh cusec of water. Three districts – Howrah, Hooghly and Paschim Medinipur – face a flood-like situation as a result.”
কেন্দ্রীয় সরকারের ডিভিসির সংস্কার করা উচিত: মুখ্যমন্ত্রী
আজ দামোদর ভ্যালি কর্পোরেশনের সংস্কারের দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবার যখন ঝাড়খণ্ডে বর্ষা হয় তখন বাংলা suffer করে পশ্চিমবঙ্গ যেহেতু নিচু জমি।
তাঁর কথায়, “অনেক বছর ধরে গঙ্গার সংস্কার হয় না। লকাতা, হলদিয়াতেও ড্রেজিং হয় না।”
তিনি বলেন, “ডিভিসির যে ব্যারেজগুলো অনেক পুরনো সেগুলি ক্লিন করার, ড্রেজিং করার কথা ছিল। পলি পরে এগুলো ভর্তি হয়ে গেছে। ফলে যেখানে আরও ২ লক্ষ কিউসেক জল বেশি রাখতে পারত, তা করা সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “২০১২ সাল থেকে জল ছাড়া নিয়ে বলছি। কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আরও ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে। ফলে হাওড়া হুগলী, পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে।