মে ৩০, ২০১৮
বজ্রপাতের পূৰ্বাভাষের ফলে উপকৃত গ্রাম বাংলা

রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর গত পয়লা ফেব্রুয়ারী চালু করে বজ্রপাতের পূর্বাভাষ ব্যবস্থা। এর মাধ্যমে বজ্রপাতের ৪৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ‘এলার্ট মেসেজ’ পাঠানো হয়, যাতে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারেন। এর ফলে উপকৃত হয়েছেন গ্রাম বাংলার বহু মানুষ।
এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কোনও একটি নির্দিষ্ট অঞ্চলে বজ্রপাতের পূর্বাভাষ দেওয়া সম্ভব। আমেরিকার এক বিশেষজ্ঞ কমিটির সহযোগিতায় এই কাজ করছে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর।
সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে বর্ষাকালের শেষ পর্যন্ত বজ্রপাতের ঘটনা বেশী ঘটে।
কিছুদিন আগেই মাত্র ছ’ঘণ্টার মধ্যে ১১০টি বজ্রপাতের সতর্কতা আসে। এই সতর্ক বার্তায় যে অঞ্চলে বাজ পড়বে সেই অঞ্চলের অবস্থান ও নাম জানা যায়। বিডিও স্তরের আধিকারিক ও পঞ্চায়েতের সদস্যরাও এই সতর্ক বার্তা পেয়ে থাকেন। এরপরেই স্থানীয় মানুষকে খুব তাড়াতাড়ি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় প্রশাসন।
এই যন্ত্রটি বসানো হয়েছে শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, জঙ্গিপুর, হলদিয়া, কলকাতা ও খড়গপুরে।