March 6, 2017
Bengal tops India Skills Report 2017

Bengal Chief Minister Mamata Banerjee’s sustained push towards employment generation and empowerment of the youth has been generating results. The India Skills Report 2017 gives another proof of that.
The State is ranked number one in the category of ‘Employable Candidates in the Age Group of 18-21’, and a commendable number three in the category of ‘Employable Candidates in the Age Group of 26-29’.
The holistic educational policies being followed by the Trinamool Congress Government in Bengal is also bearing rich fruits. In the categories of both ‘English as Second Language’ and ‘Numerical Abilities’, the State is ranked number one, according to India Skills Report 2017, while in ‘Critical Thinking’, it is in the second position. In ‘Computer Skills’, Bengal stands at number four.
In the category of ‘States with Highest Employable Population’, Bengal stands at number three. It is important to note that in all the above categories, the State’s ranking has improved with respect to the previous years, as is evident from the previous reports.
Bengal also did well in the category of ‘Employable Women’. In the city-wise category, Kolkata took the top spot, while the State as a whole is at the sixth position.
‘ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০১৭’ তে বাংলার জয়জয়কার
বাংলার যুব সম্প্রদায়কে স্বাবলম্বী হয়ে ওঠার যে ঐকান্তিক প্রয়াস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার ফল স্বরূপ ‘ইন্ডিয়া স্কিল রিপোর্ট ২০১৭’ তে বাংলার জয়জয়কার।
‘১৮ থেকে ২১ বছরের মধ্যে নিয়োগের যোগ্য প্রার্থী’ বিভাগে সব রাজ্যকে পিছে ফেলে দিয়ে বাংলা এক নম্বরে। ‘২৬ থেকে ২৯ বছরের মধ্যে নিয়োগের যোগ্য প্রার্থী’ বিভাগে বাংলার স্থান তিন নম্বরে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলায় শিক্ষা ব্যবস্থার মানও উন্নত হয়েছে তার প্রমান মিলল এই রিপোর্টে। ‘ইংরেজি দ্বিতীয় ভাষা’ বিভাগে এবং ‘সংখ্যাগত দক্ষতা’ বিভাগে বাংলার স্থান রাজ্যগুলির মধ্যে শীর্ষে। ‘সমালোচনামূলক চিন্তাধারা’ বিভাগে বাংলা পেয়েছে দ্বিতীয় স্থান এবং ‘কম্পিউটার শিক্ষা’ বিভাগে চতুর্থ স্থানে রাজ্যের।
‘নিয়োগের যোগ্য জনগণ’ বিভাগে রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে। ‘নিয়োগের যোগ্য মহিলা’ বিভাগে কলকাতা দেশের সব শহরকে টেক্কা দিয়ে এক নম্বর স্থানে। এই বিভাগে সামগ্রিক ভাবে রাজ্যের অবস্থান ৬ নম্বরে।
গত কয়েক বছরের তুলনায় ২০১৭র এই রিপোর্টে বাংলার স্থান অনেকটাই উন্নত হয়েছে। এর পুরো কৃতিত্ব অবশ্যই প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা ও নেতৃত্ব।