সাম্প্রতিক খবর

মার্চ ২৬, ২০১৯

শিল্পক্ষেত্রে সার্বিক উন্নয়নে এগিয়ে বাংলা

শিল্পক্ষেত্রে সার্বিক উন্নয়নে এগিয়ে বাংলা

ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে শিল্প ক্ষেত্রের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে।

বিনিয়োগের গন্তব্য হিসাবে বাংলাকে তুলে ধরতে রাজ্য সরকার কর্তৃক গৃহীত কিছু উদ্যোগ:

ইন্ডাস্ট্রিয়াল পার্ক

  • ১৪টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরী ও চালু হয়েছে।
  • ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ককে উন্নততর করা হয়েছে।
  • আরও ২৩টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরীর কাজে হাত দেওয়া হয়েছে।
  • হাওড়ায় গড়ে উঠেছে ভারতের বৃহত্তম হোসিয়ারি পার্ক, ফাউন্ড্রি পার্ক এবং অত্যাধুনিক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক।
  • বানতলায় গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স। আসছেন কানপুর ও চেন্নাইয়ের শিল্পোদ্যোগীরা। প্রায় ৫ লক্ষাধিক অতিরিক্ত কর্মসংস্থান হবে।
  • পুরুলিয়ার রঘুনাথপুরে গড়ে উঠেছে ২৫০০ একরের ওপর একটি বৃহৎ শিল্পকেন্দ্র।

শিল্প-পরিকাঠামো

  • বৃহৎ পরিকাঠামো – আসছে পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর।
  • তৈরী হচ্ছে কুলপী নদী বন্দর।
  • দেশের প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দর চালু হয়েছে অন্ডালে।

বহুজাতিক ও বেসরকারি বিনিয়োগ

  • BIFR-এ চলে যাওয়া হলদিয়া পেট্রোকেমিক্যালস পুনর্জীবীত হয়েছে। আরও ২৫০০ ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৫ লক্ষ কর্মসংস্থান নিশ্চিত করেছে।
  • শালবনিতে JSW Group-এর ১৫০০ একরের ওপর ১০ হাজার কোটি টাকার বিনয়োগ প্রস্তাব এবং ১৫০০০ মানুষের কর্মসংস্থান বাস্তবায়িত হচ্ছে
  • উল্লেখযোগ্য বৃহৎ লগ্নীকারী সংস্থাগুলি হল – Flipkart, Coca Cola, Genpact, Cognizant, IBM, Reliance, Pepsi, Amul India, Mitsubishi, ITC, BASF (Germany) এবং আরও অনেক।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS)

পাঁচটি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন বহু দেশীয় এবং বিদেশী উদ্যোগপতিদের বাংলায় বিনিয়োগ করতে আকৃষ্ট করেছে। প্রতি বছরই বিনিয়োগ প্রস্তাব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

২০১৮-র মার্চে বাংলার সর্বপ্রথম হিল বিজনেস সামিট দার্জিলিঙে আয়োজিত হয়েছে। পাহাড় এবং উত্তরবঙ্গে প্রায় ১৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব গৃহীত হয়েছে।

 

বিনিয়োগ প্রস্তাবের ৫০% কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে

বাংলার রপ্তানি

  • বাংলার রপ্তানি বৃদ্ধির জন্য ‘বাংলার রপ্তানি’ মোবাইল অ্যাপ তৈরী হয়েছে।
  • বাংলার রপ্তানি ৭.১ বিলিয়ন ইউ.এস. ডলার (২০১১) থেকে বৃদ্ধি পেয়ে ২০১৮ সালে ৯.১৬ বিলিয়ন ইউ.এস. ডলার হয়েছে।

ফাইল চিত্র