March 21, 2017
Bengal PHE dept develops scheme to supply water in 14 blocks

The state Public Health Engineering department has chalked out a comprehensive water supply scheme at an estimated cost of Rs 1011 crore in Bankura.
The scheme will benefit 14 blocks, state minister for Public Health Engineering (PHE) and Panchayat and Rural Development Subrata Mukherjee said. The target population for the scheme is 30 lakh.
In 2011, Chief Minister Mamata Banerjee had given stress on the supply of drinking water in rural areas. PHE also set up 220 water testing laboratories and introduced on-site mobile-based water analysis system to analyse water samples at source.
The department also approved setting up of 221 ayurvedic dispensaries, 1561 homoeopathic dispensaries and six unani dispensaries to be set up in different panchayats.
১৪টি ব্লকে পানীয় জলের সুবন্দোবস্ত করতে প্রকল্প গ্রহণ করল জনস্বাস্থ্য কারিগরী দপ্তর
বাঁকুড়া জেলার ১৪টি ব্লকে পানীয় জলের যোগান দেওয়ার একটি প্রকল্প গ্রহণ করল রাজ্যের জন স্বাস্থ্য কারিগরী দপ্তর । এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ১০১১ কোটি টাকা।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি জানান, এই প্রকল্পের ফলে বাঁকুড়া জেলার ১৪ টি ব্লক উপকৃত হবে। উপকৃত হবেন ৩০ লক্ষ মানুষ।
২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পানীয় জলের সমস্যা দূর করার ওপর বিশেষ জোর দেন। ২২০টি জল পরীক্ষা কেন্দ্র ও একটি অন-সাইট মোবাইল ভিত্তিক জল পরীক্ষার ব্যাবস্থা চালু করেছে জন স্বাস্থ্য কারিগরী দপ্তর ।
বিভিন্ন পঞ্চায়েতে ২২১টি কবিরাজি চিকিৎসা কেন্দ্র, ১৫৬১ টি হোমিওপাথি চিকিৎসা কেন্দ্র ও ৬টি উনানি চিকিৎসা কেন্দ্র খোলারও অনুমোদন দিয়েছে এই দপ্তর।