Latest News

December 5, 2016

Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

The Bengal Agriculture Minister and the Agriculture Marketing Minister on Thursday visited several wholesale and retail markets in the city to assess the present situation with flow of money yet to improve after 23 days of demonetisation of notes.

The Ministers were also accompanied by the local MLA when they visited Koley Market near Sealdah and Manicktala market near Ultadanga.

After inspecting the markets and speaking to farmers and vegetable traders, the Agriculture Minister said that they would submit a report to the Chief Minister Mamata Banerjee in this regard.

The Ministers spoke to both the farmers who come to the markets from different villages to sell their produce and wholesale traders who import onions and potatoes from other states.

THey said that there is a wide gap between the price at which vegetables were procured from farmers and the rate at which the same is sold by traders in local market.

“A wholesaler said that he is selling capsicum at Rs 12 per kg while we are buying it at Rs 30 per kg in local markets. It shows that there are some middlemen who are playing nasty games. As a result, farmers are getting the minimum price and on the other hand common people are buying the same at a much higher price. Stringent measures would be taken against these middlemen,” the State Agriculture Minister said.

He further said that the Centre’s decision of demonetisation has left a deep impact on the market. Both buyers and sellers are affected due to the cash crunch. Business volume has come down drastically.

“I spoke to an onion wholesaler who procured the vegetable from South India. He said that his per day sale was around 100 kg and now it has gone down to 40 kg. I found stock of comparatively bigger size onions in Koley Market. These onions would perish if not sold within the next few days. The traders would incur huge loss if they cannot clear the stock. Still the price of vegetables are under control, but I apprehend price rise if the situation doesn’t improve soon,” he said, adding that they had also urged the Centre’s representatives, who visited the state in recent time, to visit the markets to get the real picture and to know how people are suffering due to the Centre’s hasty decision.

Besides taking up the issue politically, the State Government is also doing the necessary to let the country know how the people are suffering.

The inspections will continue and the Ministers would often visit the markets in the next few.

The State Agriculture Marketing Minister said: “The visit was essential to know the real picture. Steps would be taken accordingly to reduce the suffering of the farmers.”

 

ব্যবসায়ীদের ওপর নোটবাতিলের প্রভাব দেখতে বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রীরা

নোটবাতিলের ২৩দিন পরেও টাকার জোগান কিরকম আসছে ও তার ফলে ব্যাবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে তা দেখতে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখেন কৃষি মন্ত্রী ও কৃষি বিপনন মন্ত্রী।

স্থানীয় বিধায়করাও ওনাদের সঙ্গে ছিলেন যখন ওনারা কোলে বাজার ও মানিকতলা বাজার পরিদর্শন করেন। চাষি ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে কৃষি মন্ত্রী জানান, তিনি বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।

দুরের গ্রাম থেকে আসা চাষিদের পাশাপাশি যেসকল পাইকারি বিক্রেতারা আলু ও পেঁয়াজ আমদানি করে থাকেন, তাদের সঙ্গেও আলোচনা করেন।

তাঁরা জানান চাষিদের থেকে যে দামে সবজি কেনা হয় ও বাজারে বিক্রেতারা যে দামে আনাজ বিক্রি করছেন, তার মধ্যে অনেক তফাৎ আছে।

কৃষি মন্ত্রী বলেন, তিনি এক পাইকারি সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জেনেছেন, পাইকারি সবজি বিক্রেতা ১২ টাকা কিলো দরে ক্যাপসিকাম বিক্রি করেন কিন্তু ক্রেতারা খুচরো বিক্রেতাদের থেকে সেটা পাচ্ছে ৩০ টাকা কিলো দরে। তার মানে ফড়েরা খুব বাজে ধরনের পদ্ধতিতে দাম বাড়াচ্ছে, যার ফলে চাষি ও ক্রেতা উভয়ই বঞ্ছিত হচ্ছে।

তিনি আরও বলেন, নোটবাতিলের ফলেও খুব খতিগ্রস্ত হয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ। ব্যাবসার পরিধি অনেক কমে গেছে।

তিনি বলেন, তিনি আর এক আনাজ বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই বিক্রেতা দক্ষিন ভারত থেকে আনাজ আনিয়ে থাকেন, আগে রোজ ১০০ কিলো বিক্রি ছিল যা এখন কমে ৪০ কিলোতে এসে পৌঁছেছে। এইসব আনাজ খুব তাড়াতাড়ি পচে যাবে যদি না সামনের সপ্তাহের মধ্যে বিক্রি করা যায়। সেক্ষেত্রে ব্যাবসায়ীরা বিশাল খতিগ্রস্ত হবেন। মন্ত্রী বলেন, তাও আনাজের দাম নিয়ন্ত্রনের মধ্যে আছে, কিন্তু এই নোটের আকাল আর কিছুদিন চললে পরিস্থিতি বীভৎস রুপ নিতে চলেছে। মন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধিদের আবেদন করেন তারা যেন এইসব বাজারগুলো ঘুরে দেখেন ও মানুষের কষ্টের কথা দেখে যান নোট বাতিলের ফলে।

রাজনৈতিক উদ্দেশ্যে না গিয়ে রাজ্য সরকার সারা দেশবাসীকে জানাতে চান এখানে মানুষ কিরকমভাবে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে।

এই পরিদর্শন চলতে থাকবে ও মন্ত্রীরা বাকি বাজারও ঘুরে দেখবেন।

কৃষি বিপনন মন্ত্রী জানান, এই পরিদর্শন খুব জরুরি ছিল আসল পরিস্থিতি জানতে। কৃষকদের দুর্গতি কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।