Latest News

August 23, 2017

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

Bengal: Low-weight & anaemic children, women decreased significantly

The number of low-weight and anaemic children under five years and women in Bengal is decreasing rapidly, according to a recent report by the Union Ministry of Women & Child Development. The ministry came to the conclusion after analysing and comparing the National Family Health Surveys of 2005-06 (NFHS-3) and 2015-16 (NFHS-4).

According to the data, the percentage of underweight children under five years of age came down from 38.7 to 31.5; the number of anaemic children also came down – from 61 per cent to 54.2 per cent.

The percentage of underweight women in Bengal between the ages of 15 and 49 years decreased in the ten-year period from 39.1 per cent to 21.3 per cent, while the percentage women suffering from anaemia came down from 63.2 to 62.5 per cent.

When compared to the national averages too, the performance of Bengal is significant.

The report presented data collated from the NFHS-3 and NFHS-4 reports for rural areas regions separately, and in that respect too, Bengal fared quite well.

 

Source: Bartaman

 

 

কম ওজন ও রক্তাপ্লতায় ভোগা শিশু-মহিলার হার কমেছে রাজ্যে, প্রকাশ কেন্দ্রীয় রিপোর্টে

 

কম ওজন ও রক্তাল্পতায় ভোগা মহিলা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুর হার লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে পশ্চিমবঙ্গে। আজ লোকসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের পেশ করা একটি রিপোর্টে বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০০৫-০৬ সালেরন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (এনএফএইচএস-৩) এবং ২০১৫-১৬ সালের এনএফএইচএস-৪-এর পরিসংখ্যান উল্লেখ করে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে পশ্চিমবঙ্গে কম ওজনের শিশুর (পাঁচবছরের নীচে) হার ছিল ৩৮.৭ শতাংশ। পরবর্তী দশ বছরের মধ্যেই (এনএফএইচএস-৪) তা কমে দাঁড়িয়েছে ৩১.৫ শতাংশে। একইভাবে রক্তাল্পতায় ভোগা শিশুর সংখ্যাও উল্লিখিত দশ বছরে ৬১ শতাংশ থেকে কমে ৫৪.২ শতাংশহয়েছে।

একই সমস্যায় ভুগতে থাকা রাজ্যের মহিলাদের (১৫ থেকে ৪৯ বছরের মধ্যে) হারও নির্ধারিত সময়সীমায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ সালে রাজ্যে কম ওজনের (আন্ডারওয়েট) সমস্যায় ভোগা মহিলার হার ছিল ৩৯.১শতাংশ। দশ বছর পরে তা কমে দাঁড়িয়েছে ২১.৩ শতাংশে। আর রক্তাল্পতায় ভুগতে থাকা মহিলার সংখ্যাও দশ বছরে ৬৩.২ শতাংশ থেকে কমে ৬২.৫ শতাংশ হয়েছে। এদিন পেশ করা রিপোর্টে আলাদাভাবে দেশের গ্রামাঞ্চলের ছবিওতুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক। স্বাভাবিকভাবেই গ্রামবাংলাতেও ওই দুই ক্ষেত্রেই আক্রান্তদের হার লক্ষ্যণীয়ভাবে কমেছে।

একইসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ লিখিতভাবে জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, উল্লিখিত দশ বছরে সারা দেশেই কম ওজন এবং রক্তাল্পতায় ভোগা মহিলা ও শিশুর হার কমেছে। সারা দেশে রক্তাল্পতারসমস্যায় ভোগা শিশুর হার ৬৯.৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫৮.৪ শতাংশে। এক্ষেত্রে মহিলাদের হার ৫৫.৩ থেকে কমে হয়েছে ৫৩ শতাংশ। আবার কম ওজনের ক্ষেত্রে শিশুর হার সারা দেশে ৪২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৩৫.৭শতাংশ। মহিলার হার ৩৫.৫ শতাংশ থেকে হ্রাসপ্রাপ্ত হয়েছে ২২.৯ শতাংশ। কেন্দ্রীয় মন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, সারা দেশেই এই হার আরও কমিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

News source: Bartaman, Image source: CINI