Latest News

November 16, 2017

Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal Chief Minister Mamata Banerjee today attended a Business Meet organised by Scottish Development International with the support of Asia Scotland Institute and Edinburgh Chamber of Commerce, at Edinburgh.

Top business houses of Scotland were present. The CM held a fine round of interaction with business leaders from Bengal on prospects of investment and doing business in the state.

Potential areas of collaboration included engineering, services, healthcare, education, tourism and hospitality, power and energy, life sciences and research, food processing, IT and ITeS.

 

Highlights of her speech:

  • Bengal and Scotland have a long history of cultural ties. Just like our past ties, I invite you to come to Bengal in future and invest in the State. We are trying to create an even more investment- friendly atmosphere.
  • I extend a warm welcome to you all to attend the Bengal Global Business Summit on 16-17 January, 2018. More than 30 countries are participating. Japan is our partner country.
  • There is a lot of scope for collaboration in various sectors – health, education, tourism, power and energy, life science and research, IT & ITES.
  • Bengal is the ultimate business destination. We have the economic potential, political stability. Bengal is the gateway to the North-Eastern States. You can also expand to Bangladesh, Nepal, Bhutan, Myanmar, Thailand, and Malaysia.
  • Our captains of industries have spoken already about their experience of doing business in Bengal. I need not blow the trumpet of my own government.
  • We have a legacy of 34 years of misrule by the Left. We ushered in political, economic, administrative and social reforms. Bengal’s Kanyashree – a scheme for the empowerment of the girl child – has won the United Nations Public Service Award.
  • England recently won the U-17 World Cup Football. Kolkata was the proud host of the quarter final, semi final and final matches. I was lucky to hand over the prizes to the winners.
  • GDP growth of Bengal is higher than the national growth rate in India. Our growth in industry, agro and services sector is also higher than the national average.
  • Edinburgh is an educational hub. We want you to collaborate with our universities. The talent in Bengal is unmatched.
  • Bengal has the land bank and land map. We have MSME policy, Textile policy, Tourism Policy. Bengal is No. 1 in skill development. We are the cultural capital of India.

 

বাংলাই এখন শিল্পের গন্তব্য: স্কটল্যান্ডে মুখ্যমন্ত্রী

আজ এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

কি বললেন তিনি এই বৈঠকে? দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • স্কটল্যান্ড ও বাংলার সম্পর্ক বহু পুরোনো। ভারতে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কলকাতা ছিল তাদের রাজধানী। আপনাদের আহ্বান জানাই, ভবিষ্যতেও বাংলায় আসুন, শিল্প গড়ুন।
  • বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০১৮ তে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ১৬-১৭ জানুয়ারী হবে এই সম্মেলন। ৩০টিরও বেশি দেশ আসবে এই সম্মেলনে। জাপান আমাদের পার্টনার দেশ।
  • বাংলায় লগ্নির সম্ভাবনা বিপুল। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, জীব বিদ্যা ও গবেষণা, তথ্যপ্রযুক্তি সহ নানা ক্ষেত্রে লগ্নি করতে পারেন আপনারা।
  • বাংলাই এখন শিল্পের গন্তব্য। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। উত্তর-পূর্ব ভারত সহ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার গেটওয়ে বাংলা।
  • আমি নিজেই নিজের সরকারের প্রশংসা করবো না। আমাদের ‘ক্যাপ্টেনস অফ ইন্ডাস্ট্রি’রা ইতিমধ্যেই বাংলায় বাণিজ্যের অভিজ্ঞতার কথা বলেছেন।
  • বাংলায় ৩৪ বছরের বাম অপশাসনের পর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংস্কারের কাজ হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার।
  • সদ্যসমাপ্ত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল জিতেছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় হয়েছে। আমি নিজে বিজয়ীদের পুরস্কার তুলে দিতে পেরেছি বলে গর্ব বোধ করছি।
  •  বাংলার জিডিপি গ্রোথ ভারতের জাতীয় হারের থেকে বেশি। শিল্প, কৃষি, পরিষেবা – সব ক্ষেত্রেই বাংলার বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি।
  • এডিনবরা একটি জনপ্রিয় শিক্ষার হাব। আমরা চাই আপনারা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করুন। বাংলার মেধা বিশ্ব বিখ্যাত।
  • বাংলার ল্যান্ড ম্যাপ ও ল্যান্ড ব্যাঙ্ক আছে।  আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি আছে, বস্ত্রশিল্প নীতি আছে, পর্যটন নীতি আছে। দক্ষতা বিকাশে বাংলা এক নম্বরে। বাংলাই ভারতের সাংস্কৃতিক রাজধানী।