Latest News

August 28, 2017

Bengal Govt’s online system of fire license issuance promoting ease of doing business in a big way

Bengal Govt’s online system of fire license issuance promoting ease of doing business in a big way

The online issuance of fire license by the Bengal Government has helped industrialists in a big way, according to the Fire and Environment Department.

This is a part of the State Government’s policy to bring about ease in doing business, as a part of Chief Minister Mamata Banerjee’s grand plans to bring more and more industries to the state.

The online issuance of fire license will not only bring down the time period required for getting such a license but will also, for those setting up industrial units, remove the associated hassles and hardships.

The Bengal Government is not only investing adequate funds in fire prevention but is also in the process of devising a mechanism to make sure a foolproof fire safety system is in place and also that it is being regularly checked.

The government has bought four hydraulic ladders, the tallest among them being 66 metres high.

It is being seen that people are whole-heartedly adopting a culture of fire safety in the state – becoming more safety-compliant and adhering to safety rules more than ever before.

অনলাইনে ফায়ার লাইসেন্সে উপকৃত হচ্ছে ব্যাবসায়ীরা

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এর ফলে, রাজ্যে ব্যবসা করতে সুবিধা (ease of doing business) হয়েছে বলে খবর দমকল বিভাগ সূত্রে।

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার ফলে লাইসেন্স পেতে কম সময় লাগছে; এতে ব্যবসা স্থাপনে যেমন সুবিধা হচ্ছে, অন্যান্য প্রক্রিয়াগত বিলম্বও অনেকটা লাঘব হচ্ছে।

গত ছয় বছরে রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। তৈরী করা হয়েছে পরিকাঠামো। যেহেতু শহরে বহুতলের সংখ্যা বেড়ে চলছে, সরকার ৪টি হাইড্রোলিক সিঁড়ি কিনেছে; সব থেকে উঁচু সিঁড়ি’টির উচ্চতা ৬৬ মিটার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা নিয়মিত পরীক্ষণও করা হয়।

পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতেও নজর দিচ্ছে সরকার।

Source: Millenium Post