November 11, 2017
Bengal Govt to start ‘cage culture’ of fish

The Fisheries Department of the Bengal Government is going to start, for the first time, ‘cage culture’ of fish on a commercial scale. The fishes would be cultivated in brackish water bodies across the state. Earlier, similar fish culture has been done by various government and private organisations, but on much smaller scales.
This kind of fish culture would be conducted in the brackish water bodies owned by the State Fisheries Development Corporation (SFDC) as well as by fishery cooperatives and people engaged in the fishery business.
As of now, it has been decided to employ 80 cages, 18 of which would be used by SFDC and the rest distributed among the bodies mentioned earlier, in the districts of Purba Medinipur and North and South 24 Parganas.
If this venture turns out to be successful commercially, the government has plans to do start similar activities in freshwater bodies as well as in marine zones.
রাজ্যে এই প্রথম খাঁচায় মাছ চাষ শুরু হচ্ছে
এই প্রথম খাঁচায় (কেজ কালচার) মাছ চাষ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে পরীক্ষামূলকভাবে কয়েকবার সরকারি-বেসরকারি উদ্যোগে খাঁচার মধ্যে মাছ চাষ করা হলেও, বড় আকারে এই প্রথম এভাবে মাছ চাষ শুরু হতে চলেছে। এই পদ্ধতিতে মাছ চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর।
মূলত রাজ্য মৎস্য উন্নয়ন নিগম নিজেদের জলাশয়ে খাঁচার মধ্যে এই পদ্ধতিতে মাছ চাষ করবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় মৎস্য সমবায় এবং উদ্যোগী মৎস্যচাষিদের হাতে এগুলি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বাণিজ্যিকভাবে মাছ চাষের লক্ষ্যেই এবার এই পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী।
রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ব্র্যাকিস ওয়াটারের (নোনা জলের) জলাশয়ে খাঁচা-বন্ধ পদ্ধতিতে মাছ চাষ করবে পশ্চিমবঙ্গ। এর জন্য ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনএফডিবি) সহযোগিতায় ৮০টি খাঁচা পেতে চলেছে রাজ্য মৎস্য দপ্তর।
নিগম সূত্রের খবর, এর মধ্যে ১৮টি খাঁচা তারা নিজেরাই নোনা জলের জলাশয়ে মাছ চাষের জন্য ব্যবহার করবে। বাকিগুলি রাজ্য ফিশারিজ ডিরেক্টরেটের মাধ্যমে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উদ্যোগী মৎস্যচাষি, গ্রুপ, সমবায়ের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মে শীঘ্রই মৎস্য দপ্তরকে আবেদন জানাতে বলে বিজ্ঞপ্তিও জারি করা হবে।
এই চাষ এরাজ্যে জনপ্রিয়তা পেলে, আগামীদিনে মিষ্টি জলের জলাশয় এবং সমুদ্রে এই পদ্ধতিতে মাছ চাষ করার পরিকল্পনা নেওয়া হবে।
Source: Bartaman