December 6, 2016
Bengal Govt to set up seven IT parks by 2017

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, with an aim to make it a preferred IT destination in the country, a state minister said on Thursday.
“Seven IT parks will be ready by 2017 and will provide job opportunities to around 20,000 people,” the Bengal IT Minister said today.
The minister said the state is offering the best incentive policies for IT and ITeS (Information Technology enabled Services) companies ranging from interest to training subsidies.
The State Government plans to create infrastructure ahead of demand.
The Minister said three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.
The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the youth population in the state.
২০১৭-র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরি করতে চলেছে রাজ্য সরকার
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানালেন ২০১৭র মধ্যে দেশের সব থেকে সেরা সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
তিনি আরও জানান, এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলি ২০১৭র মধ্যে তৈরি হয়ে যাবে ও প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান হবে এখানে।
তিনি বলেন, রাজ্য সরকার তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোয় সবধরনের সহায়তা করছে রাজ্য সরকার সে সুদের ক্ষেত্রেই হোক বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভর্তুকিই হোক।
চাহিদার থেকেও বেশী পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।