মে ২৪, ২০১৮
নতুন ফিল্ম আকাদেমি গড়ল রাজ্য সরকার

বাংলার চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের উন্নয়নে ফিল্ম আকাদেমি গড়ল রাজ্য সরকার।
‘পশ্চিমবঙ্গ ফিল্ম আকাদেমি’র মূল লক্ষ্য, এ রাজ্যের চলচ্চিত্র শিল্পে কোনও সমস্যা তৈরি হলে দ্রুত সমাধান করে ফেলা। আকাদেমির প্রধান কাজ হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র শিল্পের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিকমানের পরিকাঠামো গড়ে তোলা। অভিনেতা, কলাকুশলী–সহ প্রত্যেকের জন্য সুযোগ–সুবিধের ব্যবস্থা করা। যেমন গ্রুপ মেডিক্লেম, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনশিওরেন্স স্কিম। এই ধরনের সুবিধা যাতে চলচ্চিত্র জগতের সকলে পান তা দেখবে এই আকাদেমি।
এ ছাড়া প্রযোজক, পরিচালক, পরিবেশক, অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে সমন্বয় রেখে যাতে সুষ্ঠুভাবে কাজ চালানো যায়, কোনও কারণেই শুটিং বন্ধ না করতে হয়, এই শিল্প ঘিরে যাতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, তাও দেখবে এই আকাদেমি।
আকাদেমির চেয়ারম্যান পূর্ত, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। সদস্যদের মধ্যে রয়েছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, সুজিত সরকার, কৌশিক গাঙ্গুলি, শ্রীকান্ত মোহতা, চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, নিসপাল সিং (রানে)। এ ছাড়াও রয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব, অর্থ দপ্তরের সচিব, চলচ্চিত্র অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর, রূপকলা কেন্দ্রের অধিকর্তা সহ অন্যান্যরা।