December 26, 2016
Bengal Govt to set up Biswa Bangla mall on EM Bypass, Kolkata

The Bengal government has decided to construct a Biswa Bangla Mall on EM Bypass exhibiting wide varieties of handicrafts, Taant Sarees, and other products made by the artisans under various micro and small scale industries.
It was Chief Minister Mamata Banerjee whose effort has brought an international acclaim to Biswa Bangla which has become a brand already. Great emphasis has been given on MSME sector so that artists and the people involved in various micro and small scale industries can get a platform to promote their goods.
Biswa Bangla, the Chief Minister’s brainchild has become a brand, not only in the national arena but also abroad. Various handicrafts prepared by Bengal artisans have created a market in various countries.
Department of Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles has promoted Biswa Bangla Marketing Corporation for the improvement of quality of life of Bengal’s handloom weavers, craftsmen. Biswa Bangla has successfully revived the Bengal’s traditional arts and craft and promoted them at a global level. It may be mentioned that for the first time, Bengal government is preparing an export policy in the MSME sector.
The Biswa Bangla mall would have world class facilities and infrastructure. The architectural engineers will make its design.
কলকাতার ই এম বাইপাসে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা মল
ই এম বাইপাসে একটি বিশ্ব বাংলা মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন হস্তশিল্প, তাঁতের শাড়ি সহ বিভিন্ন শিল্পীর হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হবে এখানে।ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা যাতে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারেন সেইজন্যই এই প্ল্যাটফর্মের ব্যবস্থা।
কলকাতা বন্দর, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় বিশ্ববাংলা স্টল আছে। স্টল রয়েছে নয়াদিল্লিতেও। এ রাজ্যের শিল্পী ও কারিগরদের প্রস্তুত করা দ্রব্য দেশবিদেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বাংলার তৈরি নানা জিনিসের বিক্রিও বাড়ছে। সব দিকে লক্ষ্য রেখেই এক ছাতার তলায় সব রকমের দ্রব্য রাখতে মল তৈরির ভাবনা।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলা এখন শুধু জাতীয় ক্ষেত্রে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড । বাংলার কারিগরদের দ্বারা প্রস্তুত বিভিন্ন হস্তশিল্পের বাজার এখন বিভিন্ন দেশে রয়েছে। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা, তাঁত শিল্পীদের জীবন যাত্রার মান উন্নত করতে রাজ্য সরকারের এই অভিনব পরিকল্পনা।
আন্তর্জাতিক মানের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা থাকবে এই বিশ্ব বাংলা মলে। স্থপতিরা এই মলের নকশা তৈরি করবেন।