July 17, 2017
Bengal Govt to pay compensation worth Rs 205 cr to farmers

The Bengal Government will be giving compensation totalling Rs 205 crore to farmers who have incurred heavy losses due to heavy rainfall and hailstorms before the monsoon set in this year. Crops in as many as 11 districts in the State were damaged due to hailstorm this year. Bardhaman remains the worst affected, with farmers there suffering significant losses.
The Government decided to compensate the farmers after carrying out a proper assessment. As per the existing norms, farmers who have suffered 33 per cent or more loss of their total crop are eligible for compensation.
The State Agriculture Department carried out the assessment of losses due to unpredictable rain in the Bengali months of Baisakh (mid-April to mid-May) and Jaistha (mid-May to mid-June). The assessment revealed that in these two months, farmers in 11 districts had incurred a total loss of Rs 205 crore.
Ever since the Trinamool Government took over six years ago, the State has distributed agricultural input subsidy worth Rs 1336.43 crore among 32.83 lakh farmers for crop damage due to natural calamities like hailstorms, unseasonal heavy rain, flooding, drought and other unforeseen situations from the State Disaster Response Fund (SDRF).
Bengal is the first state in the country to have waived land tax for farmers. It was announced by Chief Minister Mamata Banerjee after the Centre’s sudden decision to demonetise high value notes.
কৃষকদের ২০৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন রাজ্য সরকার
ব্যাপক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারনে যেসকল চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মোট ক্ষতিপূরণের পরিমাণ ২০৫ কোটি টাকা। প্রাক-বর্ষার কারনে ১১টি জেলায় শস্য নষ্ট হয়েছে। সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্ধমান জেলার চাষিরা।
সঠিক মূল্যায়ন করার পরেই এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনকার নিয়ম অনুযায়ী, যে চাষিদের ৩৩ শতাংশ বা তার বেশী শস্য নষ্ট হয়েছে, তারা ক্ষতিপূরণ পাবেন।
রাজ্য কৃষি দপ্তরের মূল্যায়ন অনুযায়ী ১১টি জেলায় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টির ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ ২০৫ কোটি টাকা।
তৃণমূল ক্ষমতায় আসার পর গত ছয় বছরে রাজ্য সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে মোট ১৩৩৬.৪৩ কোটি টাকা। এই ভর্তুকি পেয়েছেন ৩২.৮৩ লক্ষ চাষি।
রাজ্যগুলির মধ্যে বাংলাই প্রথম কৃষকদের জমির খাজনা মুকুব করেছে। কেন্দ্রীয় সরকারের হঠকারী ও অমানবিক নোট বাতিলের সিদ্ধান্তের পর এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।