সাম্প্রতিক খবর

মে ৩১, ২০১৮

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

সাম্প্রতিককালে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্য দেবে রাজ্যের কৃষি দপ্তর। যাদের ফসলের ৩৩৫ বা বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই সাহায্য পাবে। ইতিমধ্যেই দপ্তরের তরফ থেকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি সমীক্ষা শুরু হয়েছে।

এখনও অবধি শিলাবৃষ্টিতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদের প্রচুর মৌজায় ক্ষতির খবর পাওয়া গেছে।

এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে বাংলাই দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে ফসল বীমা প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে এমনভাবে যাতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে চাষীদের কোনও প্রিমিয়াম দিতে হয় না। গত বছর, বন্যার জন্যে ক্ষতিগ্রস্ত চাষিদেরও রাজ্য সরকার আর্থিক সাহায্য করেছিল।

মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই ফসল বীমা প্রকল্প চালু হয়েছিল এটা নিশ্চিত করতে যে এরকম প্রাকৃতিক দূর্যোগের ফলে চাষিদের যেন কোনও আর্থিক ক্ষতি না হয়।