মে ২৩, ২০১৮
জয়ী ফুটবল তৈরীর প্রশিক্ষণ দেওয়া হবে আরও মানুষকে

গত এক বছরে ক্ষুদ্র, মাঝারি, কুটির ও বস্ত্র শিল্পের অধীনস্থ রিফিউজি হ্যান্ডিক্রাফটসের তৈরী জয়ী ফুটবল পেয়েছে অভূতপূর্ব সাফল্য। তাই এই সংস্থা জয়ী ফুটবল তৈরীতে আরও মানুষকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য জয়ী ফুটবল তৈরীর প্রশিক্ষণ কেন্দ্র বাড়িয়ে ৫টি করা হবে।
এই মুহূর্তে চারটি প্রশিক্ষণ কেন্দ্র আছে: হাওড়ার শিবপুরে, হুগলী জেলার চন্দননগর ও তারকেশ্বরে এবং আলিপুর সংশোধনাগারে। নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরী হবে পূর্ব বর্ধমান জেলার কেশবপুর গ্রামের বাঘনাপাড়ায়। এখানে ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো থাকবে।
প্রসঙ্গত, ১৯৫০ সালে এই রিফিউজি হ্যান্ডিক্রাফটস সংস্থা গঠন করা হয় উদ্বাস্তুদের কর্মসংস্থানের জন্য। তাদের তৈরী বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বিপণন করে রাজ্য সরকার। বাম আমলে অবহেলার ফলে রিফিউজি হ্যান্ডিক্রাফটস-এর অস্তিত্ব সংকটের মুখে পরে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রাক্তন ফুটবলারদের রিফিউজি হ্যান্ডিক্রাফটস সংস্থায় নিযুক্ত করা হয়। তারাই গ্রামীণ মহিলাদের দিয়ে ‘জয়ী’ ফুটবল তৈরী করার উদ্যোগ নেন।
মহিলারা প্রশিক্ষণ পাওয়ার পর, রিফিউজি হ্যান্ডিক্রাফটসের তরফ থেকে কাঁচামালের যোগান পান। তারপর তারা বাড়ি গিয়ে নিজেদের অবসর সময়ে ফুটবল তৈরী করে থাকেন। এর ফলে তাদের জীবিকা নির্বাহ হয়।