Latest News

April 2, 2018

Bengal Govt to develop new tourist spots in Jangalmahal

Bengal Govt to develop new tourist spots in Jangalmahal

The State Government’s efforts to develop Jangalmahal as a tourism hotspot have now focussed on three places in Paschim Medinipur and Joychandi Pahar in Purulia.

During the recent administrative review meeting in Paschim Medinipur, Chief Minister Mamata Banerjee had announced that three new places in the district would be developed as tourist spots – Kurumbera in Gaganeswar village in Keshiary block, Karnagarh in Salboni block and Gongoni in Garbeta block.

Kurumbera and Karnagarh have ruins of forts, with the latter place also housing several old temples. Gongoni is known for its unique land formations and is often called The Grand Canyon of Bengal.

The Chief Minister made a few other announcements too at the meeting, related to tourism – lighting decoration of the Jangalkanya Bridge over the Subarnarekha and a modern bus stand in Beldah.

In Purulia district, the State Forest Department is planning to set up an eco-park on Joychandi Hills, popularly known as Joychandi Pahar.

The eco-park will draw more tourists to the hills, and will gradually turn it into an eco-tourism hotspot, just like the Ayodhya Hills is turning out to be.

Incidentally, on these very hills was shot the 1970s Bengali classic, Hirak Rajar Deshe, whose massive popularity has lent Joychandi Pahar its nickname, ‘Hirak Rajar Desh’, or ‘The Land of Hirak Raja’.

 

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে একগুচ্ছ পর্যটনকেন্দ্র

রাজ্যের পর্যটন শিল্পে আরও বেশি জোর দিলেন রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে এই পর্যটনকেন্দ্রগুলি গড়ে উঠবে।

আশির দশকের একেবারে গোড়ায় পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়কে সেলুলয়েডে ধরেছিলেন অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়। তাঁর ‘হীরক রাজার দেশ’ ছবির শুটিং হয় এই পাহাড়ে। এখন এই পাহাড় ট্রেকিং স্পট নামেও রোমাঞ্চ প্রিয় পর্যটকমহলে পরিচিত। এই ‘হীরক রাজার দেশ’ পাহাড়ে ইকো পার্ক গড়বে বন দপ্তর। রঘুনাথপুর পুরসভা ‘গ্রিন সিটি মিশন’-এ একটি উদ্যান তৈরি করছে। তবে বন দপ্তরের ইকো পার্ক হলে এই পাহাড় পর্যটকদের আরও নজর কাড়বে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কেশিয়াড়ির গগনেশ্বর সংলগ্ন কুড়ুমবেড়া, শালবনির কর্ণগড়, গড়বেতার গঙ্গনিতে নতুন করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে।
শালবনির কর্ণগড় ঐতিহাসিক স্থান। পর্যটন কেন্দ্র হিসেবে কর্ণগড়কে সাজিয়ে তুলবে রাজ্য সরকার।

পাশাপাশি, সুবর্ণরেখা নদীর ওপর জঙ্গলকন্যা সেতুটিকে আলো দিয়ে সাজানো হবে। বেলদায় তৈরী হবে উন্নত মানের বাস স্ট্যান্ড। গোয়ালতোড়ে রাজ্য সরকারের যে জমি রয়েছে, সেই জমিতে শিল্প স্থাপনের জন্য আলোচনা চলছে কয়েকটি সংস্থার সঙ্গে।