November 4, 2017
Bengal Govt to construct warehouses totalling 5 lakh tonnes capacity for foodgrains

The Bengal Government has decided to construct large warehouses, totaling a capacity of 5 lakh metric tonnes, for storing foodgrains, at a cost of Rs 800 crore. Each warehouse will have a capacity to store 50,000 metric tonnes, according to the Food and Supplies Minister.
This would enable the government to buy more foodgrains from the state’s farmers.
The situation with respect to storing of foodgrains has improved vastly from the times of the Left Front Government. From the ability to store 60,000 metric tonnes annually, the capacity has increased by 10 times, to nearly 6 lakh metric tonnes.
Work is going on to increase the warehouse capacity by 3 lakh metric tonnes; and after the full implementation of the current project to add 5 lakh metric tonnes, the total capacity would become 14 lakh metric tonnes.
The warehouses constructed earlier were of smaller capacities, being able to store 5 to 10 lakh metric tonnes each. The ones in the current project will be high-capacity ones, of 50,000 metric tonnes each.
In the current kharif crop season, the State Government has set a target of buying 52 lakh metric tonnes from farmers. This capacity would gradually go up with the construction of more and more warehouses. This ability would also give the government the ability to sell more foodgrains to other states, from some of which there is a lot interest in buying from Bengal.
৫ লক্ষ টন খাদ্যসামগ্রী মজুত রাখতে ৮০০ কোটিতে তৈরি হবে বড় বড় গুদাম
খাদ্যসামগ্রী মজুত করে রাখার পরিকাঠামো বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রায় ৮০০ কোটি টাকা খরচ করে কয়েকটি বড় গুদাম তৈরি করা হবে। অর্থ দপ্তর প্রথম দফায় প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
খাদ্যমন্ত্রী বলেছেন, প্রতি গুদামে ৫০ হাজার টন খাদ্য মজুত রাখার ব্যবস্থা থাকবে। এই গুদামগুলিতে প্রায় ৫ লক্ষ টন খাদ্য মজুত করার ব্যবস্থা থাকবে। প্রথম দফায় পাওয়া টাকায় জমি কেনার কাজ শীঘ্রই শুরু করবে খাদ্য দপ্তর।
আগের তুলনায় গুদামের অবস্থা অনেক ভালো হয়েছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় মাত্র ৬০ হাজার টন চাল মজুত করার মতো ব্যবস্থা ছিল। এখন তা ১০ গুণ বেড়ে প্রায় ৬ লক্ষ টন হয়েছে। আরও প্রায় ৩ লক্ষ টন খাদ্যসামগ্রী মজুত করে রাখার জন্য গুদাম তৈরির কাজ চলছে। নতুন যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ হলে প্রায় ১৪ লক্ষ টন চাল মজুত করে রাখতে পারবে সরকার। আগের দফায় যে গুদামগুলি তৈরি করা হচ্ছিল, সেগুলি ছোট আকারের। ৫-১০ হাজার টন চাল মজুত রাখা যাবে এগুলিতে। নতুন প্রকল্পে বড় আকারের গুদাম তৈরি করা হবে।
রাজ্য সরকার আসন্ন খরিফ মরশুমে ৫২ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। আগামী দিনে ধান কেনার পরিমাণ আরও বাড়ানো হবে। সেদিকে নজর রেখে গুদামের সংখ্যা আরও বাড়াতে চাইছে রাজ্য। বেশি পরিমাণে ধান সংগ্রহ হলে উৎপাদিত চাল ভিন রাজ্যে পাঠানোর সুযোগ আছে।
Source: Bartaman