Latest News

August 21, 2017

Bengal Govt to build five bridges to improve connectivity in the Sundarbans

Bengal Govt to build five bridges to improve connectivity in the Sundarbans

The State Government will construct five more bridges in the Sundarbans to improve connectivity between the different islands in the region. The construction will be completed over the next five years.

Several steps have been taken recently to improve road connectivity in the Sundarbans region, and the construction of the five bridges are a part of that initiative.

The Sundarbans is a major tourist draw and the Government is doing a lot of work to ramp up the infrastructure.

The improvements in infrastructure are turning out to be a big boon for the locals as well. Creating a viable system of transport and communication has always been a challenge in the mangrove islands and, to this end, the Government is bridging the gaps rapidly.

Source: Millennium Post

 

সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আরও সেতু নির্মাণ করবে রাজ্য সরকার

সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও পাঁচটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এর জন্য ২৮৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।

সুন্দরবন পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তাই এর পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার।

গোদাখালি, গোসাবা সেতুর কাজ ৪ বছরের মধ্যে শেষ হবে।সুন্দরবনের মানুষের কাছে যোগাযোগের নতুন দিক খুলবে। যেখানে যেখানে জেটি ও রাস্তা খারাপ হয়ে গেছে, সেগুলোও মেরামত করা হবে।