August 30, 2017
Bengal Govt to augment the tourism infrastructure at Henry’s Island

The Bengal Government is going to enhance the facilities for tourists at Henry’s Island, a popular destination in Sunderbans in South 24 Parganas district.
A centre for making people aware of, and appreciate, the unique mangrove zone of the Sundarbans, named Sundarban Interpretation Centre is being set up. The centre would house pictures and models accompanied by write-ups describing the floral and faunal features of the region.
The State Government has also taken up an initiative for the operation of environment-friendly battery-run cars to transport people to the the beach in Henry’s Island. Normal passenger vehicles are banned from the beach zone to prevent the destruction of the soft sand under the impact of tyres. They have to be parked at a distance.
Other measures being taken up to create a tourist and environment-friendly area include a sanctuary for migratory birds, restaurants along the main road to the beach and Wi-Fi zones across the island; some such zones have already been set up. Cubicles for bathing on the beach are also already there.
The model for Henry’s Island is also being replicated at nearby destinations like Bakkhali and Fraserganj in order to facilitate a Henry’s Island Tourism Circuit. Similar facilities are being developed – for example, bathing cubicles on the beach and a big parking lot in Bakkhali, and lighting up Fraserganj.
হেনরিজ আইল্যান্ডের সৈকতে ব্যাটারি গাড়ি ও ওয়াইফাই পরিষেবা
হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এবং বকখালি অঞ্চল জুড়ে গড়ে উঠছে ভ্রমণার্থীদের স্বপ্নের পর্যটন সার্কিট। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের তৎপরতায় কাজ চলছে জোর কদমে। পৃথিবীর সেরা বিচগুলির প্রবেশপথে যেভাবে ‘ব্যাটারি অপারেটেড’ গাড়ি চালানো হয়ে থাকে, হেনরিজ আইল্যান্ডেও সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে বিশেষ আকর্ষণ কেন্দ্র হিসেবে হেনরিজ আইল্যান্ডে গড়ে উঠছে, ‘সুন্দরবন ইন্টারপ্রিটেশন সেন্টর’। ঠিক সুন্দরবন কী এবং কেন এই সকল তথ্য প্রদান নয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুন্দরবন অঞ্চলে প্রবেশ করতে গেলে পর্যটকদের কোন পথে প্রবেশ করতে হবে? কী ধরনের ভেসেল পর্যটকদের পছন্দ থেকে শুরু করে গোটা সুন্দরবনের ঐতিহ্যের ইতিহাস এক লহমায় পর্যটকদের চোখের সামনে উঠে আসবে এই সেন্টার থেকে।
হেনরিজ আইল্যান্ড গেট থেকে বিচ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দূরত্বের রাস্তায় চালানো হবে অত্যাধুনিক ব্যাটারি চালিত গাড়ি। অন্য কোনও ধরনের গাড়ি নিয়ে সোজা বিচে প্রবেশ করা যাবে না। এর জন্য গেটের বাইরেই থাকছে ব্যাটারি চার্জিং সেন্টার। লাগোয়া বিরাট এলাকায় গড়ে উঠছে পার্কিং লট।
দ্বীপ অঞ্চলে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ওয়াইফাই জোন। অর্থাৎ সমুদ্র তীরে ফ্রি-ওয়াইফাই-এর সুবিধা পাবেন পর্যটকেরা। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই কাজ শেষ করতে পারা যাবে। হেনরিজ আইল্যান্ডের বিচে মাঝে রয়েছে একটা ছোট্ট খাল। জমির স্তর উঁচু করে খালের ওপরে একটি ছোট ব্রিজ করার পরিকল্পনাও রয়েছে। বিচে যাওয়ার রাস্তায় কেতাদুরস্ত রেস্তোরাঁ ছাড়াও একটি ‘ইকো এগজিবিশন সেন্টার’ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরালয় গড়ে তোলা হবে।
হেনরিজ আইল্যান্ডকে মডেল করেই, বকখালি বিচে স্নান করার জন্য ছোট ছোট কিউবিকেলস, বসার ব্যবস্থা ছাড়াও বকখালিতে বিশাল পার্কিং লট নির্মাণ করা হচ্ছে। একইভাবে ফ্রেজারগঞ্জকেও আলোকোজ্জ্বল ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী বছরের ছুটির মরশুমে পর্যটকদের কাছে কাছে প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠতে চলেছে ‘হেনরিজ আইল্যান্ড পর্যটন সার্কিট’।
Source: Khabar 365 Din
Image Source: Exciting India