মে ২৯, ২০১৮
পাহাড়ে 'নিজ গৃহ, নিজ ভূমি' প্রকল্পের ওপর জোর রাজ্যের

গত বছর পাহাড়ে যে অশান্তির আগুন লেগেছিল তা এখন অতীত। শান্তি ফিরেছে দার্জিলিং-কালিম্পঙে। মুখ্যমন্ত্রীর পরশে আবার হাসছে পাহাড়ের মানুষ। তাই এবার রাজ্য সরকার এলাকার উন্নয়নে ব্রতী হয়েছে।
জিটিএর মাধ্যমে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্পটি বাস্তবায়িত করতে উদ্যোগী রাজ্য সরকার। অশান্তির জেরে বন্ধ হয়ে যাওয়া কাজ আবার চালু করতে চলেছে রাজ্য সরকার।
২০১১ সালের ১৮ই অক্টোবর এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিহীন ও গৃহহীন মানুষকে ৫ দশমিক জমি প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। চা বাগানের শ্রমিকরাও আবেদন জানাতে পারবেন।
আবেদন জমা দেওয়া যাবে ব্লক অফিসে, ব্লকের ভূমি সংস্কার দপ্তরের অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েতের অফিসে। জেলার আটটি ব্লকে কমিটি গঠন করা হয়েছে প্রকল্প রূপায়ণের জন্য। এই কমিটিতে থাকছেন বিডিও, ব্লকের ভূমি সংস্কার দপ্তরের অফিসার, জিটিএ বোর্ডের একজন আধিকারিক।
কালিম্পঙ-১, মিরিক, সুখিয়াপোখরি, রংলি রংলিত, দার্জিলিং পুলবাজার ব্লকগুলিতে জুন মাসের ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। কালিম্পঙ-২ ব্লকে জুন মাসের ১১ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং গরুবাথানে জুন মাসের ১৮ থেকে ২৩ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।