Latest News

August 7, 2017

Bengal Govt issues alert for protection from lightning

Bengal Govt issues alert for protection from lightning

The Bengal Government has recently issued an alert through advertisements in newspapers for protecting oneself from lightning strikes. With the monsoon season in full swing in many areas, this would be of immense help for the people of the State.

The rules for preventing harm during lightning strikes are as under:

 

When outside home:

Take shelter inside a building, preferably pucca (ITALS) houses.

If working in fields or other open spaces, bend down or sit down. But don’t lie on the ground.

If inside a vehicle, close the doors and windows.

Don’t take shelter under trees; stay at least 12 feet away from trees.

Stay away from torn or hanging electric wires.

Stay at safe distances from overhead electrical cables and electric poles.

Stay away from water bodies.

Stop all fishing activities.

 

When inside home:

Pull plugs out of electrical connections.

Stay away from roofs, windows and verandahs.

Try not to use electronic equipment.

Fix lightning-neutralising equipment at home, like lightning conductors attached to the roof.

Source: Aajkal

বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বনের নির্দেশিকা দিল রাজ্য সরকার

সারা পৃথিবীর মতো এ রাজ্যেও বজ্রপাতে প্রতি বছর মারা যান বহু মানুষ, এ ছাড়া ক্ষয়ক্ষতিও হয় অনেক টাকার। এজন্য বেশ চিন্তিত রাজ্য সরকার। এবার সেই জন্য বজ্রপাত থেকে সাবধানতা অবলম্বনের নির্দেশিকা দিল রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপন এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর।
বজ্রপাতের সময় রাস্তায় থাকলে –

  • দ্রুত কোনও ঘরে আশ্রয় নিতে হবে, সম্ভব হলে পাকা বাড়ির ভিতর।
  • খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতটা সম্ভব গুটিসুটি মেরে মাটিতে বসে পড়া, তবে মাটিতে শোওয়া নয়।
  • যানবাহনের মধ্যে থাকলে জানলা বন্ধ রাখতে হবে।
  • খোলা জায়গায় কোনও বড় গাছের নীচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে কমপক্ষে ১৩ ফুট দূরে থাকতে হবে।
  • ঝুলে থাকা তার অথবা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকা।
  • জলাশয় থেকে দূরে থাকা।
  • ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকা।
  • মাছ ধরা বন্ধ রাখা।

বজ্রপাতের সময় ঘরে থাকলে ঃ-

  • বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলি লাইন থেকে খুলে রাখা।
  • ছাদ, জানালা ও বারান্দা থেকে দূরে থাকা।
  • বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স যন্ত্র ব্যাবহার না করা।
  • বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যাবস্থা করা।

কোনও ব্যাক্তি বজ্রাহত হলে অবশ্য করণীয় ঃ-

  • দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া এবং অ্যাম্বুলেন্সে খবর দেওয়া।
  • বজ্রাহত হওয়া ব্যাক্তিকে স্পর্শ করা নিরাপদ, কেউ বজ্রাহত হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করানো।
  • স্যাতস্যাতে ঠাণ্ডা আবহাওয়ায় আহত ব্যাক্তিকে সরাসরি রাস্তায়/মাটিতে না শুইয়ে ব্যাক্তি ও মাটির মাঝে একটি সুরক্ষার স্তর রাখা, এতে হাইপো থারমিয়া-র (শরীরের তাপমাত্রা অত্যধিক কমে যাওয়া) সম্ভাবনা কমে।
  • শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মুখে মুখ দিয়ে বাতাস ভরে শ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
  • লক্ষ্য করতে হবে কোনও বজ্রাহত ব্যাক্তির আঘাত/পুড়ে যাওয়া/শারীরিক ক্ষতি/শ্রবণক্ষমতা হ্রাস/দৃষ্টিক্ষমতা হ্রাস পাওয়ার মতো সমস্যা হচ্ছে কি না, তাহলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে।