August 17, 2017
Bengal Govt introduces maternity leave for contractual workers

The Chief Minister Mamata Banerjee-led Bengal Government has decided to sanction paid maternity leave for all categories of female contractual employees engaged directly by the State Government.
A notification has been issued in this regard. It has declared that all categories of female contractual employees, including software personnel engaged directly by the State Government departments and directorates, will get maternity leave for a maximum period of 180 days.
Not just that, according to the notification, these employees will also get 42 days’ leave in case of abortion or miscarriage.
The contractual employees will get remuneration as per the terms and conditions of their contracts during the leave period.
Source: NDTV
প্রসূতিদের জন্য উপহার, বাড়ছে মাতৃত্বকালীন ছুটি
রাজ্যের মহিলা সরকারী কর্মচারীদের জন্য সুখবর। তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থদপ্তর। শুধু স্থায়ী মহিলা কর্মচারীদের জন্য নয়, চুক্তিভিত্তিক মহিলা কর্মচারীদের কথা ভেবেও এই নয়া নির্দেশিকা জারি করল সরকার৷
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১৮০ দিন অর্থাৎ ছ’মাস করা হয়েছে। অর্থদপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ছ’মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পাবেন সরকারের চুক্তি ভিত্তিক মহিলা কর্মীরাও৷ এতদিন তাঁরা মাতৃত্বের কারণে ১৩৫ দিন ছুটি পেতেন৷ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। গর্ভপাতের ক্ষেত্রে ছুটির মেয়াদ হবে ৪২ দিন। মাতৃকালীন ছুটির সুবিধা হল শিশুমৃত্যু ও মায়ের মৃত্যুর হার কমা। মায়ের কাছে থাকার ফলে শিশুর বিকাশও সম্পূর্ণ ভাবে হতে পারে।
এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিক্যাল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা ছুটির মেয়াদ বৃদ্ধির ফলে পারিবারিক জীবনে ও কাজের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের৷ এই নয়া নির্দেশিকার ফলে লাভবান হবেন বহু মহিলা সিভিক কর্মচারি, আশা কর্মীদের মতো চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত রাজ্য সরকারি মহিলা কর্মচারীরা ।