November 1, 2017
Bengal Govt introduces ‘Banglar Bari’ project to provide flats to those below poverty line

The Bengal Government has introduced the ‘Banglar Bari’ project to provide flats to people living below poverty line (BPL) in municipality areas.
The government has decided to build four-storied buildings in municipal areas to ensure permanent shelter to people from financially weaker sections.
The buildings will be constructed by the State Urban Development Agency (SUDA). Priority will be given to families headed by women and financially weaker families whose monthly income is less than Rs 10,000.
The beneficiaries have to apply to SUDA to get a flat under the project. Local municipalities have to ensure that the beneficiaries are from the BPL category and that the applicants don’t have any concrete houses.
The project will immensely benefit people in the BPL category in urban areas under different municipalities.
১০ হাজার টাকা পর্যন্ত আয়ের মানুষদের পুর এলাকায় নিখরচায় ফ্ল্যাট দেবে রাজ্য
পুর এলাকার গরিব ও দুঃস্থ মানুষ, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গৃহহীন অংশের (ইকোনমিক্যালি উইকার সেকশন) জন্য বহুতল আবাসন বানাচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত।
ভূমি ও গৃহহীনদের জন্য আবাসন তৈরির এই প্রকল্পের পোশাকি নাম ‘বাংলার বাড়ি’। এখানে হবে ‘জি প্লাস থ্রি’ আবাসন। প্রতিটি ফ্ল্যাট হবে ৩৮৫ বর্গফুট কার্পেট এরিয়ার। ফ্ল্যাট পাওয়ার জন্য উপভোক্তাকে এক পয়সাও দিতে হবে না। তাই উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন(ইডব্লুএস) নির্ধারণের উল্লেখিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর।
কোনও পুর এলাকায় যে পরিবারের কোনও জমি বা বাড়ি নেই এবং যে পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত, কেবলমাত্র তারাই এই আবাসনে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবে। ফ্ল্যাটের আবেদন জানাতে হবে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা)-এর কাছে।