সাম্প্রতিক খবর

মে ২৫, ২০১৮

নজরুল তীর্থে অত্যাধুনিক গ্রন্থাগার গড়ছে রাজ্য সরকার

নজরুল তীর্থে অত্যাধুনিক গ্রন্থাগার গড়ছে রাজ্য সরকার

রাজ্য সরকারের উদ্যোগে নজরুল তীর্থে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক গ্রন্থাগার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিউটাউনে গড়া হয় ‘নজরুল তীর্থ’। এখানেই হিডকো নির্মাণ করতে চলেছে একটি অত্যাধুনিক গ্রন্থাগার।

নজরুল তীর্থের চার এবং পাঁচ তলায় এই গ্রন্থাগার গড়া হবে। অন্যান্য আধুনিক গ্রন্থাগারে যে সব সুযোগ-সুবিধা পাওয়া যায়, পাঠক ও গবেষকরা সেই সবই পাবেন এখানে। নানা বিষয়ের বই ছাড়াও একটি বাচ্চাদের বিভাগও থাকবে এই গ্রন্থাগারে। বিদেশী ভাষার বই এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের বই রাখারও পরিকল্পনা আছে এখানে।

এই গ্রন্থাগারের সদস্যদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। সদস্যদের জন্য একটি ‘ড্রপ বক্স’ থাকবে যাতে গ্রন্থাগার বন্ধ থাকলে বা তারা বাইরে চলে গেলেও গ্রন্থাগারের বই ফেরত দিতে পারেন। বই চুরি বা ক্ষতিগ্রস্ত করলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই নজরুল তীর্থে কাজি নজরুল ইসলামের বিভিন্ন লেখার একটি আর্কাইভ তৈরী করা হচ্ছে। নিউটাউনে অবস্থিত ‘স্বপ্ন ভোর’ উদ্যানেও একটি গ্রন্থাগার স্থাপিত হয়েছে।