Latest News

March 15, 2017

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Bengal Govt brings ‘Pathadisha’ app and smart cards for bus commuters

Gone are those days when you wasted precious minutes waiting for the bus to your workplace. Thanks to ‘Pathadisha’ – an app the state transport minister will launch on Wednesday – you will get to track your bus from your home and plan your journey accordingly.

The transport department is also introducing a smart card for the commuters – quite similar to the Metro card – that would help a commuter get rid of the perpetual problem of change. For every recharge, there will be some free rides as promotional offer.

“To begin with, commuters will get to track and use smart cards on 700 government buses but gradually , all private buses, trams and vessels will be covered by the Vehicle Tracking System (VTS),“ said the Transport Minister.

Once the smart card is introduced, commuters will be able to swipe the card with a machine available with the bus conductor. It will help us in curbing revenue pilferage.

 

 

বাসযাত্রীদের জন্য ‘পথদিশা’ অ্যাপ ও স্মার্ট কার্ড নিয়ে এল রাজ্য সরকার

কর্মস্থলে যাওয়ার জন্য এখন আর বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে মূল্যবান সময় নষ্ট করতে হবে না। বাস যাত্রীদের জন্য রাজ্য পরিবহন দপ্তর নিয়ে এল ‘পথ দিশা’ অ্যাপ। আজ এই অ্যাপ চালু করবেন পরিবহন মন্ত্রী।

স্মার্ট ফোনে ‘পথ দিশা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে সরকারি বাসে রিয়েল টাইম যাতায়াতের খবর পাওয়া যাবে। WBTC –র ‘AC’ ও ‘S’ বাসগুলিতে আপাতত এই সুবিধা চালু হচ্ছে।

পরিবহন দপ্তর একটি ট্রান্সপোর্ট কার্ড চালু করছে। এটি মেট্রোর স্মার্ট কার্ডের মতো। এবার প্রি-পেড ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে ভাড়া দিয়ে WBTC –র বাসে যাতায়াত করা যাবে।  প্রতি রিচার্জে প্রমোশনাল অফার হিসেবে বেশ কিছু ফ্রি রাইড থাকবে।

পরিবহন মন্ত্রী জানান, “এই পরিষেবা চালু হলে যাত্রীরা যেমন সবকিছু ট্র্যাক করতে পারবে তার সঙ্গে সঙ্গে সরকারী বাসে এই ট্রান্সপোর্ট কার্ডও ব্যবহার করতে পারবে। আসতে আসতে এই পরিষেবা বেসরকারি বাস, ট্রাম ও জলযানের ক্ষেত্রেও চালু করা হবে”।

একবার স্মার্ট কার্ড চালু হয়ে গেলে যাত্রীরা বাস কন্ডাক্টরের কাছে থাকা মেশিনে সোয়াইপ করতে পারবেন।