March 27, 2017
Bengal Govt begins procuring potatoes at minimum support price from farmers

Giving much relief to potato cultivators, the state government has started procuring the staple food at the minimum support price from farmers in different potato cultivating areas.
It may be recalled that Chief Minister Mamata Banerjee had extended all support so that farmers do not incur losses due to excessive production of potatoes. She had announced that the state government will buy potatoes at minimum support price from farmers for midday meals.
The process of procuring potatoes directly from farmers at minimum support price started on Sunday at areas including Tarakeswar, Balagarh, Polba and Dhaniakhali in Hooghly district which is the highest producer of potatoes in the state.
The state government has decided to buy a total of 28,000 metric tonne potato for midday meals. Potatoes will also be exported to Nepal and Bhutan. Some quantity of the staple food will also be sent to Assam and Odisha.
সহায়ক মূল্যে কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য
আলুচাষীদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। সেইমত পদক্ষেপ নিল সরকার। আলুচাষীদের কাছ থেকে শুরু হল সহায়ক মূল্যে আলু কেনার কাজ।
রবিবার হুগলির বলাগড়ে যান কলকাতার মিড ডে মিল বিভাগের আধিকারিকরা। সমবায় সমিতির মাধ্যমে চাষীদের কাছ থেকে আলু কেনা হয়।
ক’দিন আগে মুখ্যমন্ত্রী চাষীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, মিড ডে মিল সেন্টারের জন্য মাসে ২৮ হাজার মেট্রিক টন আলু লাগে। এই পরিমাণ আলু, সরাসরি চাষীদের থেকে, চার টাকা ষাট পয়সা কেজি দরে কিনবে সরকার।
এর পাশাপাশি, আলুর রপ্তানির জন্যও সরকার দেবে ভর্তুকি। রেলে কেজি পিছু পঞ্চাশ পয়সা এবং জাহাজে কেজি পিছু এক টাকা করে।